
Rain of Cash: হাইওয়ের চারিদিকে উড়ছে শয়ে শয়ে পাঁচশো টাকার নোট। এ যেন আকাশ থেকে নামা 'টাকার বৃষ্টি'। আর সেই বৃষ্টি থেকে যে যার পকেট ভরাতে ব্যস্ত স্থানীয়রা। হাইওয়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকা কুড়াতে ব্যস্ত সকলে। যার জেরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশাম্বী জেলায় জাতীয় সড়কের একাংশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, টাকার বৃষ্টি দেখে স্থানীয় লোকজন টাকা কুড়াতে ছুটে আসেন। গাড়ি থামিয়ে টাকা কুড়াতে লাগেন পথচারীরাও। কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির সামনে চলে যান টাকা কুড়ানোর জন্যে।
'টাকার বৃষ্টি'
পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি ভাবেশ নামে এক ব্যবসায়ীর সঙ্গে জড়িত। বিলাসবহুল এক বাসে চেপে বারাণসী থেকে দিল্লিতে যাত্রা করছিলেন তিনি। রাতে খাওয়ার জন্যে বাস থেকে একটি ধাবার সামনে নামেন তিনি। আর সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাই করে পালানোর সময়ে কোন ভাবে ব্যাগ থেকে প্রচুর পরিমাণে টাকা বেরিয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে বলেই মনে করছে পুলিশ।
টাকা কুড়াতে ব্যস্ত লোকজনঃ
कौशांबी
थाना कोखराज क्षेत्र के अंतर्गत एक बस से जा रहे व्यापारी बैग लेकर भागा बदमाश ...
बदमाश के हाथ से बैग गिर गया बदमाश फरार हो गया और रुपया बिनने वालों में होड मच गई जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है ... pic.twitter.com/nf9hXeo4jM
— 🇮🇪 Ajay Kumar Dwivedi (Journalist)🇮🇪 (@AjayDwi65357304) May 16, 2025
ঘটনা প্রসঙ্গে পুলিশ আরও জানাচ্ছে, ওই ব্যাগের মধ্যে প্রায় ৮-১০ লক্ষ টাকা ছিল। দুষ্কৃতীরা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময়ে প্রায় দেড় লক্ষ টাকা মহাসড়কের উপর ছড়িয়ে পড়ে।এটি পরিকল্পিত ডাকাতি নাকি কেবল অসাবধানতার কারণে ছিনতাই, তদন্ত করছে পুলিশ।