Himachal Pradesh Rain Fury (Photo Credit: Twitter)

দিল্লি, ২৫ অগাস্ট: হিমাচল প্রদেশে ফের হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতরের তরফে। শুক্রবারও হিমাচল প্রদেশে একটানা বৃষ্টির পূর্বাভাষ জারি করা হয়েছে। ফলে হঠাৎ বন্যা যেমন দেখা দিতে পারে নতুন করে, তেমনি ধসের আশঙ্কাও করা হচ্ছে। বৃহস্পতিবারও হিমাচল প্রদেশের একাধিক জায়গায় একটানা বৃষ্টি শুরু হয়। যার জেরে হিমাচলের কুলুতে ভেঙে পড়তে শুরু করে একের পর এক বহুতল। যা নিয়ে আতঙ্ক ছড়ায়। কুলুতে যে ছবি ধরা পড়ে বহুতল ভেঙে পড়ার, তা শেয়ার করেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। যা দেখে আঁতকে উঠতে শুরু করে মানুষ। ২৯ অগাস্ট পর্যন্ত হিমাচলে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে মৌসম ভবন। ফলে জারি করা হয়েছে সতর্কতা।

এদিকে এক নাগাড়ে বৃষ্টির তোড়ে গোটা হিমাচল  প্রদেশ জুড়ে শুক্রবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে।