লোকসভা ভোটের মুখে ফের ভারত জোড়োযাত্রায় নামছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশের ১০০টি লোকসভা কেন্দ্রের উপর দিয়ে ভারত জোড়োযাত্রার দ্বিতীয় ভাগে হাঁটবেন রাহুল। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে টেক্কা দিতে রাহুলের ভরসা ভারত জোড়োযাত্রা। এবারের ভারত জোড়োযাত্রা যাত্রায় রাহুল দেশের ৬৭১৩ কিলোমিটার পথ অতিক্রম করবেন। ৬৬ দিন ধরে চলবে রাহুলের এবারের যাত্রা। এবারের ভারত জনযাত্রায় রাহুলের পাখির চোখ উত্তর প্রদেশ। যোগী রাজ্যে ১১ দিন ধরে হাজারেরও বেশি কিলোমিটার পথ হাঁটটবেন ওয়ানারের সংসদ।

প্রসঙ্গত, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রাহুলের প্রথম ভারত জড়োযাত্রায় দেশের ৪ হাজার ৮০ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন। প্রথম রাহুলের ভারত জনযাত্রায় বারোটি রাজ্য ৭৫ টি জেলা এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল কভার করেছিল। প্রথম ভারত জোড়োযাত্রা 2022 সালের 27 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়ে ২০২৩ সালের ১৯শে জানুয়ারি কাশ্মীরে শেষ হয়েছিল।

সুতরাং ধারেভারে রাহুলের দ্বিতীয় ভারত জোড়োযাত্রা অনেক বড় আকারের হতে চলেছে।

উত্তর পূর্ব ভারতের মনিপুর থেকে শুরু হবে রাহুলের এবারের যাত্রা। 66 দিন পর রাহুলের সেই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রে। মনিপুর, নাগাল্যান্ড, অসম হয়ে বাংলায় ঢুকবে রাহুলের যাত্রা। বাংলায় রাহুল ৫ দিন থাকবেন। মমতা গড়ে রাহুল হাঁটবেন ৫২৩ কিলোমিটার পথ।

এরপর বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ছত্রিশগড় পেরিয়ে রাহুলের ভারত জারজ যাত্রা ঢুকবে উত্তরপ্রদেশে। যোগী রাজ্যের রাহুল 11 দিন ধরে যাত্রা চালিয়ে যাবেন। উত্তরপ্রদেশে রাহুল ১০০০ এরও বেশি কিলোমিটার পথ হাঁটবেন। গতবার না গেলেও এবার গুজরাটে যাচ্ছেন রাহুল। মোদী রাজ্যে ৪৪৫ কিলোমিটার পথ পাঁচ দিন ধরে অতিক্রম করবেন সোনিয়া তনয়। উত্তরপ্রদেশের পর রাহুল সবচেয়ে বেশি সময় কাটাবেন মধ্যপ্রদেশে। বিজেপি গড় মধ্যপ্রদেশে রাহুল ৭দিন ধরে ৬৯৮ কিলোমিটার পথ অতিক্রম করবেন।

দ্বিতীয় ভারত জোড়োযাত্রায় কোন রাজ্যে কতদিন হাঁটছেন রাহুল

উত্তরপ্রদেশ: ১১ দিন (১ হাজার ৭৪ কিমি)

অসম: ৮ দিন

ঝাড়খণ্ড: ৮ দিন

মধ্যপ্রদেশ: ৭দিন

বাংলা: ৫ দিন(৫২৩ কিমি)

গুজরাট: ৫ দিন

ছত্রিশগড়: ৫ দিন

মহারাষ্ট্র: 5 দিন

বিহার: ৪ দিন

ওড়িশা: ৪ দিন

নাগাল্যান্ড: ২ দিন

রাজস্থান: ১দিন

মণিপুর: ১ দিন

অরুণাচল, মেঘালয়া: ১দিন করে