রাহুল গান্ধী (Photo Credits: Twitter/INC)

নতুন দিল্লি, ১৯ জুলাই: সকাল সকাল টুইটারে বিজেপিকে কটাক্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। আগেও একাধিকবার করোনায় মৃতের সংখ্যা লুকোনো ও তথ্য নিয়ে লাগাতার মিথ্যে বলে যাওয়ার দাবি করেছেন তিনি। বিজেপি (BJP) তথ্য লুকানোর প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা আছে। দেশের জিডিপি নিয়েও ভুল তথ্য দেয় বিজেপি, পাশাপাশি ভারত-চিন সংঘর্ষ নিয়ে সংবাদমাধ্যমের দ্বারা ভয় দেখায়, বলে আক্রমণ করেন তিনি।

শুধু মিথ্যেই নয় দেশের জিডিপি এবং করোনায় মৃতের (Corona Death) সংখ্যা লুকিয়ে ভুল তথ্য দিচ্ছে কেন্দ্র সরকার বলে দাবি করেন। ভারতের সংবাদমাধ্যমগুলিকে ব্যবহার করে ভারত-চিন দ্বন্দ্বে মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি। ভারত-চিন সংঘর্ষে দেশের ২০ জওয়ান শহিদ হন। দেশের জনগণের খুব শীঘ্রই সমস্ত ভ্রম ভাঙবে, তখন এর মূল্য দিতে হবে বিজেপিকে, বলে জানান ওয়েনাদ সাংসদ। আরও পড়ুন, 'মোদি সরকারের ভুলেই চিনের এমন আগ্রাসী মনোভাব', তীব্র আক্রমণ রাহুল গান্ধির

একটি ভিডিওতে মোদি সরকারকে কটাক্ষ করে বলেন, “২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর অবিচ্ছিন্ন ত্রুটি এবং বিদ্বেষ ভারতকে মৌলিকভাবে দুর্বল করেছে এবং আমাদের দুর্বল করেছে। ফাঁকা আওয়াজ বিশ্ব রাজনীতিতে যথেষ্ট নয়।” ভিডিয়াতে রাহুল গান্ধির জিজ্ঞাসা, “ভারতে কি এমন পরিস্থিতি যার কারণে চিনকে এমন আগ্রাসী মনোভাবে কাজ করতে বাধ্য করেছে? এই মুহুর্তে কেন চিনকে ভারতের মতো দেশের বিরুদ্ধে এমন আগ্রাসী অবস্থান নিতে হয়েছিল?” রাহুলের আরও ব্যাখ্যা, “একটি দেশ তার অন্য দেশের সঙ্গে সম্পর্ক, অর্থনীতি এবং দেশবাসীর অনুভূতি দ্বারা সুরক্ষিত থাকে। বিগত ৬ বছরে এই প্রতিটি ক্ষেত্রে কাজ বিঘ্নিত হয়েছে।”

কিছুদিন আগে দেশের জাতীয় সংবাদমাধ্যমগুলিকে বিজেপি নিয়ন্ত্রণ করছে বলে জানান তিনি। লাগাতার বিজেপিকে আক্রমণ করছেন রাহুল গান্ধী।