ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী, ছবি ইনস্টাগ্রাম

দিল্লি, ২৩ এপ্রিল : করোনায় (Corona) আক্রান্ত হলে মানুষের শরীরে অক্সিজেনের ঘাটতি পড়ে ঠিকই কিন্তু হাসপাতালে অক্সিজেন কিংবা আইসিইউ বেডের (ICU Bed)  অভাবে মানুষের মৃত্যু কেন্দ্রীয় সরকারের গাফিলতির জেরেই হচ্ছে। করোনাকালে কখনও মহারাষ্ট্র (Maharashtra) আবার কখনও দিল্লির হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনায় ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী।

করোনা (COVID 19) আক্রান্ত হয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ(Rahul Gandhi)। মৃদু উপসর্গ থাকায় বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ মতো চলছেন রাহুল। নিভৃতবাসে থাকাকালীনই ফের কেন্দ্রকে দুষে করোনায় রোগী মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধী।

আরও পড়ুন : Sitaram Yechury's Sons Death : 'চিনের সমর্থকের ছেলের মৃত্যু চিনের করোনায়', বিজেপি নেতার ট্যুইটে সমালোচনার ঝড়

বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন হাসপাতালে (Hospital) অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। কখনও নাসিকে (Nashik) অক্সিজেনের (Oxygen) ট্যাঙ্কে লিক হয়ে মৃত্যু হচ্ছে কোভিড রোগীদের, আবার কখনও দিল্লির গঙ্গারাম হাসপাতালে  অক্সিজেনের লো প্রেসারে কোভিড রোগীরা মারা যাচ্ছেন। সবকিছু মিলিয়ে গোটা দেশ জুড়ে কোভিড রোগীদের চিকিৎসায় অক্সিজেনের যোগান যে আরও বাড়াতে হবে, তা স্পষ্ট। এবার সেই বিষয়টিকে প্রকাশ্যে এনে মোদী (Narendra Modi) সরকারের (GOI) বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী।