দিল্লি, ২৩ এপ্রিল : সীতারাম ইয়েচুরির (Sitaram Yechury) ছেলে আশিস ইয়েচুরির মৃত্যুর খবরে কটাক্ষ এবং কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে বিজেপি নেতা মিথিলেশ তিওয়ারির বিরুদ্ধে।
আশিস ইয়েচুরির (Ashish Yechury) মৃত্যুর পর মিথিলেশ (Mithilesh Kumar Tiwari) ট্যুইট করেন, 'চিনের সমর্থকের ছেলে আশিস ইয়েচুরির মৃত্যু হয়েছে চিনের করোনায় আক্রান্ত হয়ে।' আশিসের মৃত্যুর খবরে যখন পুত্রশোকে মূহ্যমান সীতারাম ইয়েচুরি, সেই সময় মিথিলেশ তিওয়ারি কীভাবে এই ধরনের নিম্নমানের মন্তব্য করতে পারেন, তা নিয়ে পালটা কটাক্ষ করেন ওমর আবদুল্লা।
আরও পড়ুন : Gauri Khan, Aryan Khan trolled : মহামারীর মধ্যে কোথায় যাচ্ছেন? তীব্র সমালোচনায় বিদ্ধ শাহরুখের পরিবার
নেটিজেনদের একাংশও মিথিলেশ তিওয়ারির ট্যুইট নিয়ে জোরদার সমালোচনা শুরু করেন। তীব্র কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়ে শেষ পালটা মুখ খোলেন ওই বিজেপি (BJP) নেতা।
मैं कहती कि शर्म करो.. पर आप जैसे नीच निर्लज्ज लोगों से यहीं उम्मीद है.. देश को शमशान घाट पर पहुँचा दिया है... हत्यारे हैं आप लोग और आपकी सरकार! आह लगेगी आपको, इस देश के नागरिकों की, जिन्होंने एक एक साँस के लिए तड़पते अपने परिजनों की मौत देखी है! थू !! @mkrtiwari_bjp pic.twitter.com/BxUvDBT7vC
— Swara Bhasker (@ReallySwara) April 22, 2021
Could not put it more eloquently. Unbelievable. https://t.co/eVz7LDUMOM
— Priya Kapoor (@PiyuK) April 22, 2021
SCUM! Vulture like behaviour.
And if any of you even try to defend this then your humanity is dead. https://t.co/CpAxuPgEon
— Gaurav Kapur (@gauravkapur) April 22, 2021
বিহারে (Bihar) বিজেপির সহ সভাপতি মিথিলেশ তিওয়ারি দাবি করেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁর ট্যুইটার হ্যান্ডেল হ্যাক করে সেখান থেকে ওই ট্য়ুইট শেয়ার করা হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি ওই কুরুচিকর ট্যুইট মুছে ফেলেন। সীতারাম ইয়েচুরিকে তিনি সমবেদনা জানাচ্ছেন। যে কারও মৃত্যুতে রাজনীতি করাটা অত্যন্ত দুঃখের বিষয় বলে মন্তব্য করেন মিথিলেশ তিওয়ারি।