Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৩০ অগাস্ট: প্রধানমন্ত্রীর উচিত চিন নিয়ে মুখ খোলা। চিনের মানচিত্রে অরুণাচল প্রদেশকে সংযুক্ত করার খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে মুখ খোলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ বলেন, চিন নিয়ে কিছু বলা উচিত প্রধানমন্ত্রীর। মোদী সরকারের তরফে যে বার বার দাবি করা হচ্ছে, লাদাখের এক অংশও চিনের নয় বলে, তা আদতে সত্যি নয় বলে দাবি করেন রাহুল। তিনি বলেন, লাদাখের মানুষ জানেন, চিন কীভাবে থাবা বসানোর চেষ্টা করছে। অগ্রসর হচ্ছে ভারতের ওই অঞ্চের সীমানার দিকে। ফলে এবার চিনের যে মানচিত্র প্রকাশ্যে এসেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন ভারতের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। তাই এ বিষয়ে এবার প্রধানমন্ত্রীর কিছু বলা উচিত বলে মন্তব্য করেনরাহুল গান্ধী।

সোমবার চিনের তরফে একটি মানচিত্র প্রকাশ করা হয়। যেখানে অরুণাচল প্রদেশ, আকসাই চিন,তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দেখানো হয়। যা নিয়ে বিদেশ মন্ত্রকের তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। এই ধরনের কার্যকলাপে অভ্যস্ত প্রতিবেশী দেশ। চিন যে মানচিত্র প্রকাশ করেছে নয়া অঞ্চল সংযুক্ত করে, তা তাদের নয়। অন্যের জমিকে নিজের করে দেখানোর অভ্যেস চিন বদলাতে পারল না বলে বিদেশ মন্ত্রকের তরফে তীব্র প্রতিবাদ করা হয়।