Rahul Gandhi (Photo Credit: Instagram)

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)  দোষী সাব্যস্ত করল গুজরাটের সুরাটের একটি জেলা আদালত। সুরাটের জেলা আদালত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তাঁর 'মোদী পদবী' মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত করে। রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি এবং মানহানির মামলাতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।  সুরাটের আদালতের তরফে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করার পর এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ। রাহুল বলেন,  অহিংসা তাঁর ধর্ম। মহাত্মা গান্ধী যা বলে গিয়েছেন, তাঁর সেই বাণীর উপর নির্ভর করে জীবন চালান। সুরাটের জেলা আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করার পর এমনই ট্যুইট করেন কংগ্রেস সাংসদ।

আরও পড়ুন: Rahul Gandhi Guilty: মোদী উপাধি মন্তব্য, রাহুল গান্ধীকে 'দোষী সাব্যস্ত' করল সুরাটের আদালত