Rahul Gandhi (Photo Crdit: Twitter)

দিল্লি, ৩ মার্চ: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী (Rahul Ganhdi)৷ ভারত জোড়ো যাত্রা কীভাবে একজন রাজনীতিবিদ হিসেবে তাঁকে পালটে দিয়েছে, কেমব্রিজে দাঁড়িয়ে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করলেন কংগ্রেস সাংসদ৷ ভারত জোড়ো যাত্রা যখন তিনি শুরু করেন, তারপর অনেক ভয়, আশঙ্কা নিয়ে তাঁর দলের কর্মীরা রাস্তায় নামেন৷ কিন্তু তিনি কোনও কিছুকেই ভয় পান না৷  ভারত জোড়ো যাত্রার সময় এক ব্যক্তি তাঁর কাছে আসেন৷ এসে জানান, দূরে যারা দাঁড়িয়ে, তারা সন্ত্রাসবাদী, জঙ্গি৷ যা শুনে রাহুল ভয় তো পাননি, উলটে তাদের সামনে দিয়েই ভারত জোড়ো যাত্রা ,সম্পূর্ণ করেন বলে জানান কংগ্রেস সাংসদ৷

আরও পড়ুন:  Rahul Gandhi: কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা, বরফাবৃত শ্রীনগরে প্রিয়াঙ্কার সঙ্গে খুনসুঁটি রাহুল গান্ধীর, দেখুন

এমন অনেক পরিস্থিতি এসেছে, যখন জঙ্গিরা কোনও ধরনের ঝক্কি এড়িয়েই তাঁকে খুন করতে পারত৷ কিন্তু তা হয়নি৷ এমনকী, যখনই জঙ্গি বা সন্ত্রাসবাদীদেরনাম শুনেছেন, তাদের চোখে চোখ রেখে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ করেছেন বলে কেমব্রিজে জানান রাহুল গান্ধী৷

ভারত জোড়ো যাত্রা শুরুর অনুপ্রেরণা পান বিরোধী দলের কাছ থেকে৷ যখন সংবাদমাধ্যম থেকে শুরু করে দেশের গণতন্ত্রের উপর আঘাত করা হচ্ছে, সেই সময় ভারত জোড়ো যাত্রার মত একটি কর্মসূচি শুরু করা কঠিন ছিল৷ তা সত্ত্বেও  তিনি তা শুরু করে সম্পূর্ণ করেছেন বলে জানান রাহুল গান্ধী৷ ভারত জোড়ো যাত্রায় বহু মানুষ তাঁর সঙ্গে দেখা করেছেন৷ ফলে এর সঙ্গে মানুষের আবেগ, ভালবাসা জড়িয়ে যায় ক্রমশ৷

ভারত জোড়ো যাত্রায় অনেক মহিলা তাঁর সঙ্গে দেখা করে জানিয়েছেন, তাঁরা গণধর্ষিত৷ তিনি বার বার এ বিষয়ে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন নির্যাতিতাদের৷ কিন্তু পুলিশের কাছে গেলে তাঁদের জীবন নষ্ট হয়ে যাবে, এই ভয়ে তাঁরা থানায় যাচ্ছেন না বলেও জানা  অনেকে৷ কেমব্রিজে ভারত জোড়ো যাত্রা নিয়ে বলতে উঠে এমন অভিজ্ঞতাও শেয়ার করেন রাহুল গান্ধী৷