মন্দিরে ঢোকার মুখে ডোরম্যাট বা পাপোশ হিসাবে ব্যবহার করা হচ্ছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) পোস্টার। তাতে পা দিয়ে মন্দিরের ভিতরে ঢুকছেন ভক্তরা। সদ্য সমাপ্ত হওয়া লোকসভা অধিবেশনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু ধর্ম ঘিরে করা মন্তব্যের প্রতিবাদ স্বরূপ এমন পদক্ষেপই গ্রহণ করেছে মহারাষ্ট্রের (Maharashtra) এক মন্দির কর্তৃপক্ষ। মন্দিরে ঠিক ঢোকার মুখে লাগানো হয়েছে রাহুল গান্ধীর একটি পোস্টার। কংগ্রেস সাংসদের মুখ লাগানো সেই পোস্টার পা দিয়েই ভক্তদের ঢুকতে হচ্ছে মন্দিরের ভিতর। পোস্টারে মারাঠি ভাষায় লেখা রয়েছে, 'হিন্দুদের হিংস্র বলার সাহস আপনার কীভাবে হয়?'
চব্বিশের লোকসভা নির্বাচনে বেশ শক্তি বাড়িয়ে সংসদে পা রেখেছে ইন্ডিয়া জোট। বিরোধী দলনেতার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে প্রথম দিন থেকেই মোদী সরকারের নিন্দায় সরব হয়েছেন রাহুল (Rahul Gandhi)। বিজেপি নেতা মন্ত্রীদের প্রতি আক্রমণ শানিয়ে সংসদে দাঁড়িয়ে রাহুল মন্তব্য করেছিলেন, 'হিন্দুরা কখনওই হিংসা ছড়ায় না। যারা নিজেদের হিন্দু বলে দাবি কর, তাঁরা শুধু ঘৃণা, মিথ্যে এবং হিংসা ছড়াচ্ছেন। তাঁরা আসলে হিন্দুই নন'। রাহুলের আরও অভিযোগ, ধর্মের নামে গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে বিজেপি (BJP)। কংগ্রেস সাংসদের এই মন্তব্যের প্রতিবাদে সমালোচনার ঝড় ওঠে শাসক মহলে। রাহুলকে পালটা হিন্দু বিদ্বেষী বলে কটাক্ষ করে বিজেপি শিবির।
মন্দিরের বাইরে পাপোশ হিসাবে ব্যবহার হচ্ছে রাহুলের পোস্টার...
Allegedly as a mark of protest against the anti Hindu statements of #RahulGandhi , the mandir management in Maharashtra has used Rahul Gandhi's picture as a doormat.
In Marathi it’s written on the doormat, "How dare you call Hindus violent and eve teasers? pic.twitter.com/GbibWu3aNf
— Amitabh Chaudhary (@MithilaWaala) July 8, 2024
সেদিন বিরোধী দলনেতার মন্তব্যের জেরে দশ বছরের শাসনের ইতিহাসে প্রথমবার মোদী উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, রাহুল গোটা হিন্দু সমাজকে নিয়ে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত গুরুতর। এদিকে রাহুল গান্ধীর 'হিন্দু' মন্তব্যকে সমর্থন জানিয়েছেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ মহারাজ। তিনি বলেন, রহুল (Rahul Gandhi) গান্ধী যা বলেছেন তা ঠিকই বলেছেন। তাঁর মন্তব্যে হিন্দু ধর্মের প্রতি কোন অশ্রদ্ধা ছিল না। হিন্দু ধর্ম কেন, কোন ধর্মই হিংসা কিংবা অসত্য ছড়ায় না।