কাশ্মীর নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। (Photo Credits: PTI)

নয়া দিল্লি, ৬ অগাস্ট: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর নীরবতা নিয়ে সরব ছিল বিজেপি। অবশেষে জম্মু-কাশ্মীর ইস্যুতে কেন্দ্র সরকারের বড় ঘোষণার ২৪ ঘণ্টা পর মুখ খুললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল, সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে প্রথম প্রতিক্রিয়া রাহুল গান্ধী নিজের টুইটার অ্যাকাউন্টে লিখলেন, প্রধানমন্ত্রী নিজের ক্ষমতার অপব্যবহার করে সংবিধান লঙ্ঘন করেছে সরকার। এই সিদ্ধান্ত দেশের পক্ষে বিপজ্জনক হবে।

টুইটারে রাহুল লেখেন, জম্মু-কাশ্মীরকে টুকরো টুকরো করে জাতীয় অখণ্ডতা বজায় রাখা যাবে না। স্থানীয় জনপ্রতিনিধিদের জেলে ভরে এবং আমাদের সংবিধানকে লঙ্ঘন করে অন্যায় করেছে। আনাদের দেশ লোকের দ্বারা গঠিত হয়েছে, মাটির টুকরো দেশ বানায় না।'' আরও পড়ুন- জওহরলাল নেহরুকেই কাঠগড়ায় তুললেন অমিত শা

এর আগে লোকসভায় আজ অমিত শাহ বললেন, কাশ্মীরের জন্য জীবন দিতেও তিনি প্রস্তুত। আকাসাই চিনও জম্মু-কাশ্মীরের অংশ বলে জানালেন অমিত শাহ। সংসদে ৩৭০ ধারা নিয়ে বির্তকে আক্রমণাত্মক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কাশ্মীর সঙ্কটের জন্য অমিত শাহ সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (Jawaharlal Nehru)-কে দায়ি করলেন। লোকসভায় কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতা মনীশ তিওয়ারি ৩৭০ ধারা বাতিলের প্রক্রিয়াকে অন্যায় বলে দাবি করেন। লোকসভায় ৩৭০ ধারা নিয়ে বিতর্কে মনীশ জানালেন, গত ৭০ বছর জম্ম-কাশ্মীরকে কখনও কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে হয়নি।