নয়া দিল্লি, ৬ অগাস্ট: Article 370 Debate in Lok Sabha- সংসদে ৩৭০ ধারা নিয়ে বির্তকে আক্রমণাত্মক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কাশ্মীর সঙ্কটের জন্য অমিত শাহ সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (Jawaharlal Nehru)-কে দায়ি করলেন। লোকসভায় কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতা মনীশ তিওয়ারি ৩৭০ ধারা বাতিলের প্রক্রিয়াকে অন্যায় বলে দাবি করেন। লোকসভায় ৩৭০ ধারা নিয়ে বিতর্কে মনীশ জানালেন, গত ৭০ বছর জম্ম-কাশ্মীরকে কখনও কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে হয়নি।
মনীশ বলেন, গত ৭০ বছরে বেশ কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল অঙ্গ রাজ্যের দাবি জানিয়েছে, কিন্তু এই প্রথম কোনও রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হল বলে তিনি অমিত শাহ-কে কটাক্ষ করেন। ভারতের ফেডারেল কাঠামোয় এটা বড় ধাক্কা বলে মনীশ তিওয়ারি জানান। আরও পড়ুন-সংসদের চলতি অধিবেশনেই মিটবে কাশ্মীর সমস্যা, কিভাবে এগোলেন মোদি-শাহ জুটি?
Union Home Minister Amit Shah, in Lok Sabha: Main sadan mein jab jab Jammu and Kashmir rajya bola hoon tab tab Pakistan occupied Kashmir aur Aksai Chin dono iska hissa hain, ye baat hai. pic.twitter.com/Juft5KViMw
— ANI (@ANI) August 6, 2019
অন্যদিকে, লোকসভায় কংগ্রেসের প্রধান নেতা অধীর চৌধুরী বলেন,''কেন্দ্রীয় সরকার আগে স্পষ্ট করুক কাশ্মীর ইস্যু অভ্যন্তরীণ না দ্বিপাক্ষিক বিষয়।''সিমলা চুক্তি, লাহোর ডিক্লেরেশনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চান তিনি। এ প্রসঙ্গে অমিত শাহ মনে করিয়ে দেন, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সাংবিধানিক পথেই এর সমস্যা সমাধান করবে সরকার।