Rahul Gandhi Joins Palayan Roko Naukri Do Yatra (Photo Credit: X)

Rahul Gandhi: ওডিশা সফরে গিয়ে পুরীর রথযাত্রা (Puri Rath Yatra 2025) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জয় জগন্নাথের রাজ্যের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী এক জনসভায় বললেন," ওডিশা সরকারকে চালায় আদানি গোষ্ঠী। ওডিশায় যখন জগন্নাথের রথাযাত্রা চলছিল, তখন সেই রথযাত্রা দেখতে লক্ষ লক্ষ দর্শনাথী ভিড় করেছিলেন। কিন্তু তখনই সেখানে এক নাটক হয়। আদানি ও তার পরিবারের সদস্যদের জন্য রথ থামিয়ে রাখা হয়েছিল। এটা থেকেই বুঝতে পারবেন ওডিশা সরকার ঠিক কাদের কথা শুনে চলছে। ওডিশার সরকার আদানিদের মত ৫-৬ জন শিল্পপতির কথায় চলে। ওদের লক্ষ্য হল আপনাদের জমি, জঙ্গল, এবং ভবিষ্যত কেড়ে নেওয়া।" আজ, শুক্রবার ভূবনেশ্বরে কংগ্রেসের 'সংবিধান বাঁচাও সমাবেশ'-এ রাহুল এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। ভূবনেশ্বরের এই সমাবেশে রাহুল অভিযোগ করলেন,"আগে বিজেডি সরকার যেটা করত, এখন সেটা করছে বিজেপি সরকার। একদিকে ওডিশার গরীব মানুষ- দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণী, কৃষক ও শ্রমিকরা- অন্যদিকে, ৫-৬ জন বিলিয়েনিয়ার আর বিজেপি সরকার। এটাই হল আসল লড়াই। আমাদের সবাইকে এর বিরুদ্ধে লড়তে হবে।" ওডিশার সম্পত্তি লুট করা শুরু করেছে বিজেপি সরকার, এমন অভিযোগও তোলেন রাহুল।

ওডিশায় তৃতীয় শক্তি কংগ্রেস প্রথম সারিতে আসার চেষ্টায়

বিজেপি শাসিত এই রাজ্যে প্রধান বিরোধী দল নবীন পট্টনায়েকের বিজু জনতা দল। ওডিশায় কংগ্রেস এখনও অনেকটা পিছিয়ে তৃতীয় শক্তি। তবে রাজ্যে বিজেপি বিরোধী ভোট ও শক্তি কংগ্রেসের দিকে আসার প্রবণতা দেখা যাচ্ছে। এমন অবস্থায় ওডিশায় পাখির চোখ কংগ্রেসের। প্রসঙ্গত, গত বছর লোকসভা নির্বাচনের সময় একই সঙ্গে ওডিশায় বিধানসভা নির্বাচন হয়েছিল। ওডিশার ২১টি লোকসভার মধ্যে ২০টি-তে জিতেছিল বিজেপি আর ১টি কংগ্রেস। পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায় বিজেডি। আর বিধানসভা ভোটে ১৪৭টি-র মধ্যে ৭৮টি বিজেপি, ৫১টি বিজেডি ও কংগ্রেস জোট ১৫টি, নির্দলরা ৩টি আসনে জেতে। ওডিশায় প্রথমবার প্রতিষ্ঠা হয় বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হন মোহনলাল মাঝি। অসম, ত্রিপুরার পর পূর্ব ভারতের আরও একটি রাজ্য়ে গেরুয়া রাজ প্রতিষ্ঠা হয়েছিল।

দেখুন কী অভিযোগ তুললেন রাহুল গান্ধী

ওডিশায় প্রতিদিন ১৫ জন মহিলা ধর্ষিতা হন: রাহুল গান্ধী

এবার পুরীর রথে দুর্ঘটনা

ক'দিন আগে পুরীর রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুরীর শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে রথে পদপিষ্টের ঘটনায় ৩ জনের মৃত্য়ু হয়, গুরুতর জখম হয়েছিল বেশ কয়েকজন। এবার রথে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়ে। এবার পুরীর রথে শিল্পপতি গৌতম আদানি ও তাঁর পরিবারের সদস্যদের। সেখানকার বিরোধী দলের নেতা ও কিছু সংবাদমাধ্যমে অভিযোগ করা হয়েছিল, আদানিদের জন্য রথের কার্যক্রমে দেরি হয়। যদিও ওডিশার প্রশাসন এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।