পুরীর রথযাত্রায় ভিড়ের আগের সব রেকর্ড যেন এবার ছাপিয়ে গেল। ভক্তদের ভিড়ে ভক্তিতে স্লোগান 'জয় জগন্নাথ'। এবার পুরীর রথযাত্রা দু'দিনের। প্রথম দিনের শেষে পুরীর রথ থামল মরিচিকোকে চকের সামনে। ভগবান জগন্নাথের রথের চাকা এদিন থামল শ্রীকৃষ্ণ সিনেমা হলের সামনে। সিংহদুয়ার থেকে এখনও বেশ কিছুটা দূরেই তিন রথ। কাল, সোমবার দুপুর ২টো থেকে সেখান থেকেই শুরু হবে রথের দড়ি টানা। এই প্রথম ওডিশায় ক্ষমতায় এসেছে বিজেপি। নবীন পট্টনায়েক আর সেখানের মুখ্যমন্ত্রী নেই। বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর প্রথম রথযাত্রায় বেশ কিছু নতুন জিনিস চোখে পড়ল। কোনওরকম দুর্ঘটনা এড়াতে প্রশাসন সব দিক থেকে তৈরি ছিল।
দেখুন ছবিতে
श्री जगन्नाथ रथयात्रा#RathaJatra#rathyatra2024 pic.twitter.com/sSrxy7WiDI
— Himanshu patel (@HimanshuUP70) July 7, 2024
তবু এদিন পুরীর রথযাত্রায় এড়ানো গেল না মৃত্যুর ঘটনা। ভিড়ের চাপে শ্বাস নিতে কষ্ট হওয়ার পর বলভদ্রের রথ 'তালধ্বজ'এর রথের চাকা টানার হুড়োহুড়িতে প্রাণ হারলেন এক পুরুষ ভক্ত। পুরীর বদা দণ্ড স্কুলের কাছে রথের দড়ির টানাটানির হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় বেশ কয়েকজন ভক্ত জখম হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বাংলা থেকে এবার বহু ভক্ত রথের দড়ি টানতে পুরীতে যান।
দেখুন হুড়োহুড়িতে মৃত্যু
Puri Rath Yatra 2024: Devotee dies of suffocation during chariot pulling#RathYatra2024 #Puri #Odishahttps://t.co/KRqJXZOOD0
— OTV (@otvnews) July 7, 2024
বলভদ্রের রথের নাম তালধ্বজ, জগন্নাথের রথ নন্দীঘোষ ও সুভদ্রার রথ দেবদলন। হিন্দু ধর্মের ভক্তদের বিশ্বাস, এই রথেই তেত্রিশ কোটি দেবতা বিরাজ করেন।
দেখুন ভিডিয়ো
अलौकिक, अद्भुत!
ॐ अनंताय जगन्नाथाय नमः 🙏🙏#RathYatra #DivineAtmosphere #Blessed pic.twitter.com/7pp462OyTo
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 7, 2024
তাই রথের দড়ি বা রশি টানা মানেই তেত্রিশ কোটি দেবতার চরণ সম্পর্শ করা।