AIIMS | Image Used for Representational Image (Photo Credits: PTI)

Puri Horror: গতকাল, শনিবার ওডিশার পবিত্রভূম পুরীর রাস্তায় গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় ১৬ বছরের এক নাবালিকাকে। শরীরের ৭৫ শতাংশ অগ্নিদগ্ধ হওয়া সেই নাবালিকার অবস্থা এখন অত্যন্ত সঙ্কটজনক। সেই নিযার্তিতা কিশোরীকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে উড়িয়ে ভূবনেশ্বরের AIIMS থেকে দিল্লির এইমসে আনা হল। ডাক্তারদের পরামর্শ মত জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করা কিশোরীটিকে অত্যাধুনিক চিকিতসার জন্য দিল্লিতে আনা হয়। আগামী ১২ ঘণ্টা মেয়েটির জীবনের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে জানা গিয়েছে।

স্পেশাল গ্রিন করিডোরের ব্যবহার

নির্যাতিতা নাবালিকাটিকে ভূবনেশ্বরের এইমস থেকে স্পেশাল গ্রিন করিডোরের মাধ্যমে ভূবনেশ্বর বিজু পট্টনায়েক বিমানবন্দরে আনা হয়। এরপর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আনা হয় দিল্লিতে। তা পুরীতে ১৫ বছর বয়সি ওই কিশোরীর গায়ে তিন দুষ্কৃতী আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। পুরীর বলঙ্গা এলাকার রাস্তায় বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ওই নাবালিকার গায়ের পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় তিন দুষ্কৃতী।

দেখুন কীভাবে আনা হল দিল্লিতে আনা হল কিশোরীকে

দেখুন খবরটি

উঠে আসছে আতঙ্কের বালাসোর কাণ্ডের কথা

ক দিন আগে ওডিশার বালাসোরের এক কলেজে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিজের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন এক ছাত্রী। তাঁর দেহের ৯৫ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় ভূবনেশ্বর এইমসে ভর্তি করা হলে সে মারা যায়।