ফের পঞ্জাব (Punjab) সীমান্ত থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক। শুক্রবার সকালে পঞ্জাব পুলিশের অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স তল্লাশি অভিযান চালায় ফিরোজপুর এলাকায়। আর তাতেই মেলে সাফল্য। উদ্ধার হল ৮.২৫০ কেজি হেরোইন। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পাকিস্তান থেকে চোরাপথে এই বিপুল পরিমাণের মাদক এসেছিল। সেটাই এদিন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে গ্রেফতার এক পাচারকারী। ধৃতের নাম এখনও প্রকাশ্যে আনেনি তদন্তকারীরা।
গ্রেফতার এক যুবক
জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার সকালেই ফিরোজপুর রেঞ্জে তল্লাশি অভিযান চালায় টাস্ক ফোর্সের আধিকারিকরা। আর সেই তল্লাশি অভিযানেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণের মাদক উদ্ধার হয়। সেই সঙ্গে এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে ধৃত ব্যক্তির সঙ্গে পাকিস্তানের যোগ ছিল। তাঁর ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে এই চক্রে আরও কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
পঞ্জাব সীমান্তে বেড়েছে নজরদারি
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে পঞ্জাব-পাকিস্তান সীমান্তে উদ্ধার হচ্ছে বেআইিনি মাদক থেকে অস্ত্র একাধিক জিনিসপত্র। সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি বাড়িয়েও এই পাচার রুখতে পারছে না। যার ফলে আরও কড়া নজরদারি বাড়ানো হয়েছে। যে কারণে পঞ্জাবের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বেআইনি মাদক।