দিল্লি, ২২ অক্টোবর: স্বামীকে (Husband) 'হিজরা' বলে সম্মোধন নিষ্ঠুরতা। কোনও স্ত্রী (Wife) যদি তাঁর স্বামী 'হিজরা' বলে সম্মোধন করেন, তাহলে তা নিষ্ঠুর কাজ হিসেবে গণ্য করা হবে। বিবাহ বিচ্ছেদের মামলায় সম্প্রতি এমনই মত প্রকাশ করা হয়ছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের তরফে। শুনানির মাঝে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে মত প্রকাশ করা হয়। সেখানেই বলা হয়, স্বামীকে /হিজরা/ বলে সম্মোধন নিষ্ঠুরতা।
সংশ্লিষ্ঠ ব্যক্তির মায়ের তরফে জানানো হয়, পুত্রবধূ তাঁর ছেলেকে 'হিজরা' বলে সম্মোধন করার পর তাঁরা আদাতের দ্বারস্থ হন এবং বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন।