Arrested (Photo Credit: Pixabay)

পুণে, ২৮ অক্টোবর: পুণে (Pune) থেকে সামনে এল এক ভয়াবহ ঘটনা। পুণে থেকে গ্রেফতার করা হল এক সফটওয়্যার ইঞ্জিনিয়রকে (Software Engineer)। জঙ্গি সংযোগের অভিযোগে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়রকে গ্রেফতার করে মহারাষ্ট্র অ্যান্টি টেররিস্ট স্কোয়াড।  এটিএস সূত্রে খবর, পুণের ওই তথ্য প্রযুক্তি কর্মীর সঙ্গে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আল কায়দার (Al Qaeda) যোগ ছিল। যা সামনে আসার পরি ওই তথ্য প্রযুক্তি কর্মীকে গ্রেফতার করা হয়।

ধৃতের নাম জ়ুবের হাঙ্গারগেকর। গত মাস থেকে জ়ুবের নামের ওই সফটওয়্যার কর্মীর উপর নজর রাখছিল মহারাষ্ট্র পুলিশের এটিএস। আল কায়দার সঙ্গে জ়ুবেরের যোগ রয়েছে। এই সূত্র হাতে আসার পরই ওই তথ্য প্রযুক্তি কর্মীকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশের এটিএস। গ্রেফতারির পর জ়ুবেরকে আদালতে তোলা হলে, আগামী ৪ নভেম্বর পর্যন্ত তার পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

পুণের খোনধাওয়া এলাকা থেকে জ়ুবেরকে গ্রেফতার করা হয়। বেশ কিছু অবৈধ কাজকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগেই গ্রেফতার করা হয় জ়ুবেরকে। জ়ুবেরকে হেফজাতে নেওয়ার পর পুলিশ তার থাকার জায়গা থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করে। যুব সমাজকে সন্ত্রাসের পথে চালিত করতে যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন, তার বেশ কিছু উদ্ধার করা হয় জ়ুবেরের আস্তানা থেকে। পুলিশ সূত্রে এমন খবর প্রকাশ্যে আসছে।

জ়ুবেরের পাশাপাশি পুণে পুলিশ চেন্নাই এক্সপ্রেস থেকে ৪ সন্দেহভাজনকে পাকড়াও করেছে। ২৭ অক্টোবরই ওই ৪ সন্জেহভাজনকে ধরে নিয়ে আসে পুণে পুলিশ।

এর আগে গত ৯ অক্টোবর পুণের একাধিক জায়গা থেকে বৈদ্যুতিন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পুণেতে জঙ্গি কার্যকলাপ ছড়ানোর জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন, তার অনেক কিছু পুলিশের হাতে আসে। এরপর থেকেই পুলিশের তল্লাশি আরও জোরদার হয়। শেষ পর্যন্ত পুণে থেকে ফের আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে।