Cat, Representational Image (Photo Credit: Pixabay)

 পুণে, ১৮ ফেব্রুয়ারি: অ্যাপার্টমেন্টের ভিতরে মিলল ৩০০ বিড়াল (Cat)। পুণের (Pune) মারভেল বাউন্টি নামে একটি অ্যাপার্টমেন্ট থেকে এমনই একটি ছবি প্রকাশ্যে এল। যেখানে ওই অ্যাপার্টমেন্টের ভিতর থেকে পরপর ৩০০টি বিড়াল দেখতে পায় পুলিশ। মারভেল বাউন্টির যে অ্যাপার্টমেন্ট থেকে ৩০০ বিড়াল উদ্ধার করা হয়েছে, প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতেই সেখানে পুলিশ হাজির হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের চোখ কপালে ওঠে। যেখানে মানুষের বসবাসের জায়গায় কীভাবে ৩০০টি বিড়াল রাখা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

পুলিশের কথায়, মারভেল বাউন্টি নামের ওই সোসাইটির যে  ফ্ল্যাটে ৩০০টি বিড়াল দেখা যায়, সেখানকার মালিক রাস্তা থেকে মার্জার তুলে এনে, তাদের খাওয়ানো শুরু করেন। ফলে প্রত্যেকটি বিড়াল সুস্থ এবং শক্তিশালী। রাস্তার অসুস্থ বিড়ালগুলিকে তুলে এনেও ওই ব্যক্তি তাদের খাইয়ে, পরিয়ে সুস্থ করে তোলেন। তারপর ছেড়ে দেন বলে পুলিশ জানিয়েছে। তবে রাস্তা থেকে বিডা়ল তুলে আনতে শুরু করায়, সোসাইটি ক্রমশ নোংরা হয়ে যাচ্ছিল। যার জেরেই প্রতিবেশীরা পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ করেন।

যে ফ্ল্যাটে বিডা়দের অবারিত দ্বার, সেখান থকে দুর্গন্ধ বেরোতে শুরু করায়, সোসাইটির অনেকে আপত্তি জানান। এরপরই তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ওই ফ্ল্যাটের মালিককে নোটিশ ধরান। সেই সঙ্গে ওই বিড়ালগুলিকে একসঙ্গে যাতে কোনওভাবে ঘরের ভিতরে রাখা না হয়, সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় পুলিশ এবং পুরসভার তরফে। আগামী ২ দিনের মধ্যে ফ্ল্যাটের মালিক যাত সমস্ত বিড়ালকে ছেড়ে দেন এবং ফ্ল্যাট থেকে সরিয়ে ফেলেন, সে বিষয়েও জারি করা হয়েছে নোটিশ।