Representational Image (Photo Credits: Pixabay)

বাজারের মধ্যে লুকিয়ে মহিলাদের ভিডিয়ো করার অপরাধে দিল্লি (Delhi) থেকে গ্রেফতার এক ব্যক্তি। ধৃত যুবক পেশায় একজন পাইলট। গত ৩০ অগাস্ট তাঁর বিরুদ্ধে কিষানগড় থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর থেকে উদ্ধার হয়ছে একটি লাইটার। যার মধ্যে ছিল গোপন ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই লুকিয়ে মহিলাদের ছবি ও ভিডিয়ো তুলত অভিযুক্ত। ধৃত পাইলটের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

অভিযুক্তের নাম-পরিচয় জানা গিয়েছে

জানা যাচ্ছে, গত ৩০ অগাস্ট রাত ১০টা ২০ নাগাদ কিষানগড় থানা এলাকার শনি বাজারে মোহিত প্রিয়দর্শী নামে এই যুবক লুকিয়ে একটি মহিলার ভিডিয়ো করছিল। পেশায় সে একজন বেসরকারি বিমান সংস্থার পাইলট। মহিলার নজরে আসতেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হয়। তারপর থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

অভিযুক্ত আগ্রার বাসিন্দা

এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজেও ঘটনার ভিডিয়ো তদন্ত করে দেখে পুলিশ। তদন্তে নেমে পুলিশ এও জানতে পেরে মোহিত আগ্রার সিভিল লাইন এলাকার বাসিন্দা। তাঁকে থানায় তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করে সে পুলিশের কাছে দোষ স্বীকার করে। অবশেষে গ্রেফতার করা হয় তাঁকে।