Representational Image (Photo Credit: X)

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল এক ব্যক্তি। রবিবার সকালে দিল্লির (Delhi) ত্রিনগরের গনেশপুরা এলাকায় একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বছর ৪০-এর সুষমা শর্মা নামে এক মহিলার দেহ। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে মৃতের স্বামীকে। শনিবার গভীর রাতে স্ত্রীকে খুন করে সিলিংয়ে ঝুলিয়ে দেয় দেহ। রবিবার সকালে পরিবারের বাকি সদস্যরা দেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। তারপরই ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্ত্রীকে শ্বাসরোধ করে খুন

জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। গতকাল রাতে খাওয়াদাওয়া সেরে তাঁদের যখন ১১ বছরের মেয়ে পাশের ঘরে ঘুমোতে যায়। সেই সময়ই স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে প্রথমে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। পরবর্তীকালে মৃত্যু নিশ্চিত করতে গলায় গামছা পেচিয়ে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয় দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাসস্থান নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত

পরিবারসূত্রে খবর, পেশায় কল্যান নগর শিবমন্দিরের পুরোহিত ছিল অভিযুক্ত। তবে নিজের বাড়িতে পরিবার নিয়ে থাকত না। বরং দাদার বাড়িতে আশ্রিত ছিল তাঁরা। এই নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে হামেশাই ঝগড়া লেগে থাকত। এদিন রাতে ঝগড়া চলাকালীন আচমকাই স্ত্রীকে খুন করে সে। অভিযুক্তকে জেরা করা শুরু করেছে পুলিশ।