ত্রিকোণ প্রেমের কা্রণে এক নিমেষে শেষ হল ৩টি প্রাণ। গত শনিবার রাতে দিল্লির (Delhi) নবী করিম এলাকার কুতুব রোডের কাছে এক ব্যক্তি আচমকাই এক দম্পতির ওপর হামলা চালায়। সেই হামলা থেকে বাঁচতে পাল্টা অভিযুক্তের ওপর ছুরির কোপ বসায় মহিলার স্বামী। ঘটনায় তিনজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মৃতার স্বামী। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে তিনজনই একে অপরের পূর্ব পরিচিত ছিল।
বিয়ের পরে লিভ-ইন সম্পর্ক
পুলিশসূত্রে খবর, শালিলী (২২) ও আকাশ (২৩) দুজনে সম্পর্কে স্বামী স্ত্রী ছিল। তাঁদের একটি বাচ্চা রয়েছে এবং ঘটনার দিন শালিনী অন্তঃসত্ত্বা ছিলেন। হামলাকারী আশু (৩৪) শালিনীর প্রাক্তন লিভ-ইন পার্টনার ছিল। জানা যাচ্ছে, শালিনী ও আকাশ বেশ কয়েকবছর আগে বিয়ে করেছিল। তবে মাঝে সম্পর্কের টানাপোড়েনের কারণে সংসার ভেঙে বেরিয়ে আসে তরুণী। তারপরেই বাপেরবাড়িতে উঠেছিল সে। সেখানেই আশুর সঙ্গে তাঁর পরিচয়। এরপর কয়েকমাস তাঁর সঙ্গে লিভ-ইন থাকে সে।
সম্পর্ক ভাঙার আক্রোশেই এই হামলা
এরমধ্যেই আকাশের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কারণে লিভ-ইন থেকে বেরিয়ে এসে আবারও স্বামীর সঙ্গে থাকা শুরু করে শালিনী। আর এতেই ক্ষুব্ধ ছিল আশু। পরিবারের অভিযোগ, বেশ কয়েক সপ্তাহ ধরেই শালিনীকে উত্তক্ত করছিল আশুর। শনিবার পারিবারিক অনুষ্ঠানে স্বামীকে নিয়ে বাড়ি যাওয়ার সময় এই হামলার মুখে পড়ে শালিনী। এই সম্পর্কের টানাপোড়েনের কারণে মায়ের পেটেই মৃত্যু হয় তাঁর সন্তানের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।