নতুন দিল্লি, ৬ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির ৪২-তম প্রতিষ্ঠা দিবসে (BJP 42nd Foundation Day) নিজের বাসভবনে দলীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।
পড়ুন টুইট
Delhi | Union Minister Hardeep Singh Puri unfurls the BJP's flag at his residence, on the party's 42nd foundation day today. pic.twitter.com/nWYaN3LD8K
— ANI (@ANI) April 6, 2022
PM Modi-led Govt has given a new definition of governance in last 8 yrs - Good governance is also good politics. I would like to give you an example of UP, we received success there because development was done there rapidly & with all sincerity: Union Minister Hardeep Singh Puri pic.twitter.com/gzgMGSW6r4
— ANI (@ANI) April 6, 2022
এরপর তিনি সাংবাদিকদের বলেন "গত ৮ বছরে শাসনের এক নতুন সংজ্ঞা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। সুশাসন ও ভাল রাজনীতি। উদাহরণ হিসেবে আমি উত্তরপ্রদেশের কথা বলতে পারি। আমরা সেখানে সাফল্য পেয়েছি। কারণ উত্তরপ্রদেশে দ্রুততা ও আন্তরিকতার সঙ্গে উন্নয়ন পরিলক্ষিত হয়েছে।"