মান্ডলা: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মান্ডলায় (Mandla) নির্বাচনী জনসভা করতে গিয়ে কংগ্রেস (Congress) ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে (former CM & Congress leader Kamal Nath) তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ (Union Home Minister Amit Shah)। বিভিন্ন বিষয়ে আগের কংগ্রেস সরকারকে (Congress Government) তোপ দেগে কমল নাথকে 'দুর্নীতি নাথ' (Corruption Nath) বলেও কটাক্ষ করেন তিনি।
#WATCH | MP: Union Home Minister Amit Shah takes jibe on the Congress Government and former CM & Congress leader Kamal Nath while addressing the public gathering in Mandla pic.twitter.com/iCPhxnpxA4
— ANI (@ANI) September 5, 2023
ভিড়ঠাসা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, "মধ্যপ্রদেশে ক্ষমতায় থাকাকালীন গরীব মানুষদের উন্নয়নের জন্য চালু থাকা ৫১টির বেশি জনকল্যাণমূলক প্রকল্প (poor welfare schemes) বন্ধ করেছিলেন এই দুর্নীতি নাথ। তাঁর আমলে মুখ্যমন্ত্রীর দফতর (CMO) টাকা সংগ্রহের অফিসে (money collection office) পরিণত হয়ে ছিল। আর কংগ্রেসের ওয়ার্কিং কমিটি (Congress Working Committee) পরিণত হয়েছিল দুনীর্তি ওয়ার্কিং কমিটিতে (Corruption Working Committee)।"
MP| In Madhya Pradesh, BJP has provided social and economic security to every section through all-round development," says Union Home Minister Amit Shah in Mandla pic.twitter.com/BqyY4U2xwZ
— ANI (@ANI) September 5, 2023
Madhya Pradesh | "Recently Mandla district has been declared as a fully functional literate district. I congratulate Shivraj Singh ji for the literacy campaign launched in this tribal-dominated area," says Union Home Minister Amit Shah in Mandla pic.twitter.com/tPQBB6rfCR
— ANI (@ANI) September 5, 2023
কিন্তু, এখন মধ্যপ্রদেশের আরও উন্নতি হয়েছে দাবি করে তিনি আরও বলেন, "সম্প্রতি মান্ডলা জেলা সম্পূর্ণ শিক্ষিত জেলা (fully functional literate district) হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আদিবাসী অধ্যুষিত এই জেলাটিতে (tribal-dominated area) যেভাবে শিক্ষামূলক প্রকল্পের প্রচার চালানো হয়েছে তার জন্য শিবরাজ সিং জি-কে অভিনন্দন জানাতে চাই আমি। মধ্যপ্রদেশের সর্বস্তরের মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিজেপি সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি সুরক্ষিত করতেও সমর্থ হয়েছে।" আরও পড়ুন: Bharat Controversy : 'দেশ ভারত ছিল, ভারত থাকবে', প্রেসিডেন্ট অফ ভারত বিতর্কে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর
#WATCH | Union Home Minister Amit Shah calls former CM & Congress leader Kamal Nath 'Corruption Nath' and says, "More than 51 poor welfare schemes were closed by this Corruption Nath...CMO became the money collection office. Congress Working Committee became a 'Corruption Working… pic.twitter.com/3uA0YGZoPC
— ANI (@ANI) September 5, 2023