Photo Credits: ANI

আগরতলা: শুক্রবার ত্রিপুরা বিধানসভার উপনির্বাচনে (Tripura By poll) বিরোধীদের কুপোকাৎ করে জয়ী (Won) হয়েছে রাজ্যের শাসকদল বিজেপি (BJP)। শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা (Tripura CM Manik Saha)।

এপ্রসঙ্গে বলেন, "আমরা কখনই ভাবিনি যে আমরা এত ভালো ফলাফল (result) করব। এই জয় (win) বিভাজন নীতির (dividing policy) বিরুদ্ধে জয়। আমরা তুষ্টিকরণের রাজনীতি (appeasement politics) দেখেছি। আর এখানকার ট্রেন্ড প্রকাশ করছে যে বিজেপির (BJP) প্রতি ভরসা ও বিশ্বাস (trust) রয়েছে মানুষের। মানুষ প্রধানমন্ত্রীর (PM) সবকা সাথ, সবকা বিকাশ (Sabka Sath, Sabka Vikas) স্লোগানের (slogan) প্রতি আস্থা প্রদর্শন করেছে। এই জয় প্রমাণ দিচ্ছে যে অন্যান্য জায়গার পাশাপাশি সংখ্যালঘু এলাকাগুলিতেও (minority areas) আমরা জয়ী হব। এবারের উপনির্বাচনে জয়ের পিছনে সবার অক্লান্ত পরিশ্রম (effort) রয়েছে। এই জয় (victory) প্রমাণ করেন মানুষ ডবল ইঞ্জিন সরকারকে (double-engine government) গ্রহণ করেছে। এর আগে ত্রিপুরায় এত শান্তিপূর্ণ নির্বাচন (peaceful elections) হয়নি। ২০১৮ সালে আমাদের সরকার (our government) ক্ষমতায় আসার পর এটাই প্রথম এই ধরনের নির্বাচন (first elections)। আর সেখানেই ত্রিপুরার লোক প্রমাণ করে দিলেন এখানে গণতন্ত্র (democracy) রয়েছে। গণতান্ত্রিক ভাবে (democratically) জয়ী হয়েছি আমরা।" আরও পড়ুন: Javelin Accident: মহারাষ্ট্রে প্র্যাকটিস সেশনে জ্যাভেলিন মাথায় গেঁথে ১৫ বছরের কিশোরের মৃত্যু

দেখুন ভিডিয়ো: