Photo Credits: ANI

ভোপাল: মধ্যপ্রদেশে বিজেপির ক্ষমতায় ফেরার বিষয়টি প্রায় পরিষ্কার হয়ে গেছে (MP Assembly Elections 2023 Result)। ক্ষমতায় ফেরার পিছনে লাডলি বেহেনা প্রকল্পের বড় অবদান রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তা যদি সত্যি তার প্রমাণ মিলল রবিবার দুপুরেই। আরও পড়ুন: Assembly Election 2023 Results: হিন্দি বলয়ের তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবি, গেরুয়া শিবিরে উচ্ছ্বাস (দেখুন ভিডিও)

গেরুয়া শিবিরের জয় নিশ্চিত বুঝে ভোপালে (Bhopal) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (MP CM Shivraj Singh Chouhan) সমর্থক (supporters) ও দলীয় মহিলা কর্মীরা (party workers) ভাই-বোনের পবিত্র সম্পর্কের (brother-sister relationship) কথা স্মরণ করে গাইছেন বিখ্যাত হিন্দি গান (Hindi film song) ফুল কা তারও কা (Phoolon ka taaron ka) সবকা কহনা হ্যায়, এক হাজারও মে মেরা বেহেনা হ্যায়। আরও পড়ুন: Rajasthan Results Live Update:মরু শহরে ভোটযুদ্ধের গণনা, হাত থেকে ক্ষমতা দখলের পথে পদ্ম শিবির! দেখুন লাইভ আপডেট

দেখুন ভিডিয়ো:

রাজ্যের দলের বিশাল জয়ের সম্ভাবনা স্পষ্ট হতেই অনেক মহিলা সমর্থক ও কর্মীকে ভোপালের রাস্তায় আনন্দে নাচতেও দেখা যায়।

দেখুন ভিডিয়ো: