উদ্ধব ঠাকরে (Photo Credit: PTI)

মুম্বই, ৯ জানুয়ারি: গত সোমবার রাতে যখন মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় এনআরসি, সিএএ ও জেএনইউ-র ঘটনায় বিরোধিতায় মুখর হয়। তখন ফ্রি কাশ্মির পোস্টার নিয়ে সেখানে উপস্থিত ছিলেন মারাঠী তরুণী মেহেক প্রভু। তাঁর হাতে ধরা পোস্টারই নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এই ইস্যুকে সামনে রেখে মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আজ শিবসেনার মুখপত্র সামনা’য় (Saamana) এই ইস্যুকে সামনে রেখে বিজেপিকে একহাত নেওয়া হয়েছে। এক কথায় মেহেক প্রভুর (Mehak Prabhu,) পাশে দাঁড়িয়েছে শিবসেনা। স্পষ্টই বলা হয়েছে, একজন মুম্বইকর মারাঠী তরুণী কাশ্মীরিদের যন্ত্রণাটা বুঝতে পেরেছেন, তাই তাঁকে দেশদ্রোহের অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

দায়িত্ব জ্ঞান হীনতার চরম নোংরা নিদর্শন এর থেকে আর কিছু হতেই পারে না। এই যে এক প্রদেশের নির্যাতিত বাসিন্দাদদের পাশে আর এক রাজ্যের বাসিন্দা দাঁড়িয়েছেন, এই ঘটনা যদি বিরোধী ও তাদের সমর্থকরা রাষ্ট্রদ্রোহ হিসেবে দেখেন, তাহলে কিছু বলার নেই। শুধু এটুকুই বলা যায়, এই অনুভব ভাবনাচিন্তা দেশের জন্য একেবারেই ভাল না, তাদের জন্যও নয়। যখন ওই তরুণী জানান যে ফ্রি কাশ্মীর বলতে কমিউনিকেশন ব্লকেড থেকে সেখানকার বাসিন্দাদের মুক্তি চেয়েছেন তিনি, তখন বিরোধীদের মুখ একেবারে বন্ধ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার জন্য় ফডনবিশের বিরুদ্ধে তোপ দেগেছে সামনা। বলা হয়েছে, উদ্ধব ঠাকরের নাকের নিচে কীকরে মুম্বইতে জাতীয়তাবাদি কার্যকলাপ চলছে। এই বক্তব্যের মধ্যে দিয়ে ফডনবিশ আসলে মুখ্যমন্ত্রীকে বিদ্রূপ করেছেন। এই মুহূর্তে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট সরকারে মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে শিবসেনা। জোট শরিকরাও ফডনবিশের এই বিদ্রূপের কড়া সমালোচনা করেছে।  আরও পড়ুন-Gold Rate Today: বিশ্ববাজারে যুযুধান দুইপক্ষ আমেরিকা-ইরান, যুদ্ধ পরিস্থিতিতে চড়চড়িয়ে রেকর্ড দামে সোনা

এদিকে এক ফেসবুক লাইভে গোটা ঘটনার সুন্দর ব্যাখ্যা করে বিতর্ক মিটিয়ে ফেলেছেন মেহেক প্রভু। তারপরই বিজেপি তথা ফডনবিশকে ঠুকতে ময়দানে নেমে পড়ছে সামনা।