Malegaon Blast Case: প্রজ্ঞা সহ মালেগাঁও বিস্ফোরণে সাত অভিযুক্তকে আদালতে হাজিরার নির্দেশ
সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর(File Pic)

১৭মে, ২০১৯:‌ ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর( Pragya Singh Thakur)-সহ মালেগাঁও বিস্ফোরণকান্ডে (Malegaon Blast)অভিযুক্ত ৭ জনকে আদালতে হাজিরার নির্দেশ। সপ্তাহে অন্তত একবার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের এক বিশেষ আদালত।

শুক্রবার ছিল মামলার শুনানি। কিন্তু অভিযুক্তরা হাজিরা না দেওয়ায় অস্তোষ প্রকাশ করেন বিচারপতি।

২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে অন্যান্য অভিযুক্তদের মধ্যে আছেন লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় রশিরকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী ও সমীর কুলকার্নি। সবাই এখন জামিনে মুক্ত। ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁও বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৬ জনের। আহত হন শতাধিক মানুষ। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে সেই বছরই গ্রেফতার করা হয়েছিল প্রজ্ঞা ও পুরোহিতকে। পরে জামিনে মুক্তি পান তাঁরা। প্রজ্ঞা এখন ভোপালের বিজেপি প্রার্থী। নির্বাচনের ময়দানে নামার সঙ্গে সঙ্গে একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে রয়েছেন প্রজ্ঞা।