জরুরি অবস্থার বর্ষপূর্তিতে যুযুধান দুই পক্ষ, মোদি সরকারের বিরুদ্ধে‌ আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি, দেশের ইতিহাসের কালো দিন, দাবি রাজনাথ সিংয়ের
মমতা ব্যানার্জি। (Photo Credits: IANS/File)

দিল্লি ও কলকাতা, ২৫ জুন, ২০১৯:‌ ইন্দিরা জমানার জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর অবস্থা দেশের। গত পাঁচ বছর ধরে দেশে জরুরি অবস্থা চলছে। ১৯৭৫-এর 'জরুরি অবস্থা'র বর্ষপূর্তিতে টুইট করে ফের মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস (TMC)নেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) । অতীত থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী গনতন্ত্র তৈরির লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা।

লোকসভা ভোটের মঞ্চ থেকেই মোদির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসার প্রেক্ষিতে রাজ্য যখন রাষ্ট্রপতি শাসন জারির ধুয়োঁ তুলেছিল বিজেপি। তখন নিজেকে সামলে রাখতে পারেননি মমতা মোদি সরকারকে স্বৈরাচারি আখ্যা দিয়ে বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ এনেছেন তিনি। ইন্দিরা জমানায় জরুরি অবস্থার ৪৪তম বর্ষপূর্তিতে বিজেপিকে বিঁধতে ছাড়েননি তিনি। বুঝিয়ে দিয়েছেন মোদির শাসন কাল সেই জরুরি অবস্থার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। একে সুপার এমার্জেন্সি ছাড়া আর কিছু বলা যায়না বলে টুইট করেছেন মমতা। আরও পড়ুন, কাটমানির অভিযোগে এলে ৪০৯ ধারায় মামলা করুন, পুলিস সুপারদের নির্দেশ নবান্নের

অন্যদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Sing) দাবি ইন্দিরা জমানায় জারি করা জরুরি অবস্থা (Emargency) দেশের ইতিহাসের একটা কালো অধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘‌১৯৭৫ সালের ২৫ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থা দেশবাসীকে বুঝিয়ে দিয়েছিল গণতন্ত্র এবং সংবিধান রক্ষা করা কতটা জরুরি। ইন্দিরা গান্ধীর সেই ঔদ্ধত্যের সিদ্ধান্তই সেবার কংগ্রেস সরকারের পতনের কারণ ছিল। সেই সন্ধিক্ষণেই আত্মপ্রকাশ বিজেপির। যার মূল উদ্দশ্য দেশবাসীর অধিকার রক্ষা করা। গণতন্ত্র রক্ষা করা’‌