Rahul Gandhi (Photo Credit: Latestly)

দাউসা (রাজস্থান): "ভগবান রামের (Lord Ram) থেকে বেশি হাঁটছেন রাহুল গান্ধী। রাম তো পায়ে হেঁটে অযোধ্যা থেকে শ্রীলঙ্কা পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু, রাহুল গান্ধী (Rahul Gandhi) তার থেকে বেশি হাঁটছেন। কন্যাকুমারি থেকে কাশ্মীর পর্যন্ত।" সোমবার একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্যই করলেন রাজস্থানের (Rajasthan) স্বাস্থ্য ও আবগারি দপ্তরের মন্ত্রী প্রসাদী লাল মিনা (Parsadi Lal Meena)। তাঁর এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে। শুরু হয়েছে বিতর্কও।

সোমবার রাজস্থানের দাউসা এলাকায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘনিষ্ট কংগ্রেস নেতা প্রসাদী লাল মিনা। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, রাহুল গান্ধীর পদযাত্রা (padayatra) ঐতিহাসিক (historic) হয়ে উঠছে। ভগবান রাম অযোধ্যা (Ayodhya) থেকে পায়ে হেঁটে শ্রীলঙ্কা (Sri Lanka) পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু, রাহুল গান্ধী তাঁর থেকে বেশি হাঁটছেন। কন্যাকুমারি (Kanniyakumari) থেকে কাশ্মীর (Kashmir)।

গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারি থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছেন রাহুল গান্ধী। ১২টি রাজ্যের বিভিন্ন জায়গা দিয়ে এই পদযাত্রা যাওয়ার পর জম্মু ও কাশ্মীরে শেষ হওয়ার কথা। পরিকল্পনা রয়েছে ১৫০ দিন ধরে প্রায় ৩৫০০ কিলোমিটার রাস্তা কভার করা। প্রতিদিন ২০ কিমি করে অনুষ্ঠিত এই পদযাত্রায় ১১৮ জন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে হাঁটছেন। প্রতিটি রাজ্যের উপর দিয়ে যাওয়ার সময় সেখানকার সাধারণ মানুষের কাছে পদযাত্রায় যোগ দেওয়ার আবেদন করছেন কংগ্রেস নেতা ও কর্মীরা।