অনুরাগ ঠাকুর ও প্রবেশ কুমার (Photo Credits: PTI/Facebook)

নতুন দিল্লি, ৩০ জানুয়ারি: আগামী মাসের প্রথম সপ্তাহেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। ক্ষমতাসীন আপ পার্টিকে পর্যুদস্ত করতে পুরোদমে মাঠে নেমে পড়েছে বিরোধী বিজেপি। সিএএ বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা দেশ। নানাভাবে চেষ্টা করেও বিক্ষোভকে বাগে আনতে পারছে না কেন্দ্রের বিজেপি সরকার। এবার সেই কাজের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন বিজেপি নেতারা। সুযোগ পেলেই দিল্লির শাহিন বাগের শান্তিপূর্ণ আন্দোলনকে কটাক্ষে ভরিয়ে দিচ্ছেন। চলছে ক্ষমতা দখলের হুমকি, প্ররোচনা। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্য সীমা ছাড়িয়েছিল। তাই তিনি আগামী ৪৮ ঘণ্টা আর দিল্লিতে নির্বাচনী প্রচার করতে পারবেন না। একইভাবে ৯৬ ঘণ্টার জন্য প্রচারে নিষিদ্ধ হলেন প্রবেশ বর্মা (Parvesh Verma)।

পশ্চিম দিল্লির এই বিজেপি সাংসদ বলেছিলেন, রাজধানী জয় করার একদিনের মধ্যেই শাহিন বাগের আন্দোলন ঠান্ডা করে দেবেন। দুই বিজেপি নেতার এমন বিদ্বেষ মূলক মন্তব্য প্রকাশ্যে আসার পর প্রথমদিকটায় নির্বাচন কমিশন এতটাও তমপর ছিল না। কিন্তু বিরোধী কংগ্রেসের প্রবল প্রতিবাদের মুখে পড়ে তড়িঘড়ি পদক্ষেপ নিতে হল কমিশনকে। দুজনকেই শোকজ নোটিস ধরানো হয়েছে। প্রবেশ বর্মা চারদিনের জন্য় প্রচারে অংশ নিতে পারবেন না। অনুরাগ ঠাকুর তিনদিনের জন্য। তবে নিজের বক্তব্যের জন্য মোটেও দুঃখিত নন, প্রবেশ বর্মা তিনি বলেছেন, “হিন্দু সম্প্রদায়কে জাগিয়ে তোলার কাজ যদি অপরাধ হিসেবে গন্য হয় তাহলে আমি অপরাধই করেছি। আর আমার বক্তব্যকে আমি সরছি না।” আরও পড়ুন-Goli Maaro Remark Row: ‘গোলি মারো’, ভিডিও যাচাই করছে নির্বাচন কমিশন, পিঠ বাঁচাতে অনুরাগ ঠাকুর বললেন ‘দিল্লির মুড দেখছিলাম’

অন্যদিকে নিজের 'গোলি মারো' মন্তব্যের জেরে নিজেই ফাঁসলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Minister Anurag Thakur)। যারা সরকারি নির্দেশিকা মানবে না তাদের গুলি মারতে হবে। নির্বাচনী জনসভায় মন্ত্রী বলছেন একথা। ইতিমধ্যেই জনসভার ভিডিও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই খবর যে তাঁর জন্য শিরে সংক্রান্তি দশার মতো তা ভাল করেই জানেন অনুরাগ ঠাকুর। তাই বলেছেন, পুরো ভিডিও দেখে মন্তব্য করুন।