বাদামি: কর্নাটকে বিধানসভা নির্বাচনের (Karanataka Assembly Election 2023) প্রচার শুরু হওয়ার পর থেকে রাজ্যের বিজেপি সরকারকে ৪০ শতাংশ কমিশনের সরকার বলে কটাক্ষ করছেন কংগ্রেস (Congress) নেতা-নেত্রীরা। শনিবার কর্নাটকের বাদামি (Badami) এলাকায় জনসভা (election rally) করতে গিয়ে তারই যেন জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কংগ্রেস পার্টির ৮৫ শতাংশ কমিশন (commission) নেওয়ার ট্র্যাক রেকর্ড (track record) রয়েছে বলে দাবি করলেন তিনি।
Congress party has a track record of "85 % commission"; they can never work to serve people, says PM in Karnataka
— Press Trust of India (@PTI_News) May 6, 2023
এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, "কংগ্রেস পার্টির ৮৫ শতাংশ কমিশন নেওয়ার ট্র্যাক রেকর্ড রয়েছে। তারা কখনও মানুষের জন্য কাজ করেনি। আর এখনও তারা তুষ্টিকরণের রাজনীতির (appeasement politics) পুরনো অভ্যাস (old habit) ছাড়তে পারেনি। ছাড়তে পারেনি ভোট ব্যাঙ্কের রাজনীতিও (vote bank politics)। তারা শুধু কর্নাটকে বিজেপি সরকার যে প্রকল্পগুলো চালু করেছে তা বন্ধ করতে চায়। লিঙ্গায়েত (Lingayat) ও ওবিসি সম্প্রদায়ের (OBC community) মানুষকে হেনস্থা করতে চায়। আর যখন কোনও কাজ খুঁজে পায় না তখন তারা প্রধানমন্ত্রী মোদির নামে কুৎসা করে। কংগ্রেসের এই কূটনীতির জন্য পুরো কর্নাটকের মানুষ দুঃখিত। কিন্তু, বিজেপির ডবল ইঞ্জিনের সরকার কোনও বৈষম্য (discrimination) না করেই উন্নয়নের জন্য কাজ শুরু করেছে।" আরও পড়ুন: Maharashtra Road Accident: তীর্থযাত্রা সেরে ফিরতি পথে ভয়ংকর পথ দুর্ঘটনা, নিমেষে শেষ গোটা পরিবার
দেখুন ভিডিয়ো:
#WATCH | Congress will not leave the old habit of appeasement politics, vote bank politics, closing the schemes of the BJP govt and abusing the Lingayat & OBC community and then if they have nothing to do then abusing PM Modi. The whole of Karnataka is sad with Congress'… pic.twitter.com/KRRf7wVo6W
— ANI (@ANI) May 6, 2023