Photo Credits: ANI

মুম্বই: রবিবার দুপুরে নিজের অনুগামী ৯ জন এনসিপি বিধায়ককে নিয়ে মহারাষ্ট্রের (Maharashtra) একনাথ শিন্ডের মন্ত্রিসভায় (Eknath Shinde's cabinet) শপথ নিয়েছেন অজিত পাওয়ার (Ajit Pawar)। অন্যদের দফতর এখনও বন্টন না করা হলেও রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন বর্ষীয়ান এই এনসিপি নেতা (NCP leader)। এরপরই তাঁর ভূয়সী প্রশংসা শোনা গেল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Maharashtra CM Eknath Shinde) গলায়। অজিত পাওয়ারের তাঁর মন্ত্রিসভায় যোগদান মহারাষ্ট্রকে আরও শক্তিশালী (strengthen) হয়ে উঠতে সাহায্য করবে বলেই দাবি করলেন তিনি।

এপ্রসঙ্গে একনাথ শিন্ডে বলেন, "এখন আমাদের কাছে একজন মুখ্যমন্ত্রী (Chief Minister) ও ২ জন উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Ministers) রয়েছে। ডবল ইঞ্জিনের সরকার (double-engine government) এখন ট্রিপল ইঞ্জিনে (triple engine) পরিণত হয়েছে। মহারাষ্ট্রের উন্নয়নের জন্য আমি অজিত পাওয়ার এবং তাঁর নেতাদের স্বাগত জানাই। অজিত পাওয়ারের অভিজ্ঞতা (experience) মহারাষ্ট্রকে শক্তিশালী করতে সাহায্য করবে।"

দেখুন ভিডিয়ো:

মহারাষ্ট্রের মন্ত্রিসভায় দফতর বন্টনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, "মন্ত্রিসভায় দফতর বন্টনের (seat sharing) বিষয়ে আলোচনার জন্য এখনও অনেক সময় রয়েছে। মহারাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা একসঙ্গে হয়েছি। বিরোধীরা (opposition) আগেরবার লোকসভা নির্বাচনে (Lok Sabha elections) ৪-৫টি আসনে জয়ী হয়েছিল। কিন্তু, এবার তারা সেই সংখ্যক আসনও পাবে না।" আরও পড়ুন: NCP: ৪০ এনসিপি বিধায়কের সমর্থন বিজেপি-শিন্ডে সরকারকে, কেন্দ্রে মন্ত্রী হতে পারেন প্রফুল্ল প্যাটেল

দেখুন ভিডিয়ো: