‘‌গডসে একজনকে মেরেছে, রাজীব গান্ধী মেরেছে ১৭ হাজার মানুষকে’‌, প্রজ্ঞার পাশে দাঁড়িয়ে সওয়াল বিজেপি সাংসদের
নলিন কুমার কাতিল(Photo Credit-PTI)

১৭মে, ২০১৯:‌ শুরুটা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) । এবার তাঁর পথে হেঁটেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (Rajib Gandhi)সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের বিজেপি সাংসদ নলীন কুমার কাতিল(Nalin kumar Katil। জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসকে ‘‌দেশভক্ত’ বলায় গোটা দেশে সমালোচনার মুখে পড়েছিলেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা(Sadhvi Pragya)। এবার সেই গডসের সঙ্গেই রাজীব গান্ধীর নাম জড়িয়ে মন্তব্য করলেন কর্নাটকের এই বিজেপি সাংসদ। প্রজ্ঞার মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় চলাকালীনই টুইটে নলীন লেখেন, ‘‌গডসে একজনকে মেরেছিল, মুম্বই হামলার সময় কাসভ ৭২ জনকে মেরেছিল আর রাজীব গান্ধী মেরেছিল ১৭ হাজার মানুষকে। এবার বিচার করুন, কে সবচেয়ে বেশি নির্দয় ছিল?‌’ আর তাঁর এই মন্তব্যের পর দেশজুড়ে আবারও সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। যদিও পরে সেই টুইটটি তিনি নিজের টুইটার হ্যান্ডেল থেকে মুছে দেন।

এদিকে, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘‌দেশভক্ত’‌ বলায় বিতর্কের মুখে পড়ে অবশেষে পিছু হঠলেন ভোপালের বিজেপি(BJP) প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। এই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি। অস্বস্তি কমাতে বিজেপির তরফে বলা হল ‘‌এই মন্তব্য সাধ্বীর ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’‌ দিন কয়েক আগে হিন্দু নাথুরাম গডসেকে স্বাধীন ভারতের প্রথম জঙ্গি বলেছিলেন কমল হাসান (kamal Hasan)। বৃহস্পতিবার মালওয়ার আগর অঞ্চলে সেই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা বলেন, ‘‌নাথুরাম গডসে একজন দেশভক্ত ছিলেন, আছেন এবং থাকবেন। যে সব মানুষরা তাঁকে জঙ্গি বলছে তারা সবাই নির্বাচনে উপযুক্ত জবাব পাবে।’ সাধ্বী প্রজ্ঞার মন্তব্যের প্রেক্ষিতে ভোপালের কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং জানান, ‘‌এজন্য দেশবাসীর কাছে বিবৃতি দিয়ে মোদিজি, অমিতজি এবং রাজ্য বিজেপির ক্ষমা চাওয়া উচিত। নাথুরাম গডসে একজন খুনি। তাকে প্রশংসা করা দেশপ্রেম নয়, এক ধরনের পাগলামো।’‌ ‌‌