Photo Credits: FB & ANI

রায়পুর: ছত্তিশগড়ে (Chhattisgarh) বিজেপি (BJP) ক্ষমতায় আসার পরেই নকশালবাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল বলে শুক্রবার দাবি করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং (Former Chhattisgarh CM Raman Singh)।

সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি (BJP national vice president) বলেন, "ছত্তিশগড়ে বিজেপি সরকার গঠন করার পরেই নকশালবাদের (naxalism) বিরুদ্ধে লড়াই (fight) শুরু হয়েছিল। আমরা পুলিশ বাহিনীতে (Police force) ৭০ হাজার যুবককে (young men) চাকরি দিয়েছিলাম। তাঁদের ভালো প্রশিক্ষণ (good training) দেওয়ার পাশাপাশি হাতে আধুনিক অস্ত্রও (modern arms) তুলে দেওয়া হয়েছিল। এছাড়া জঙ্গল ওয়ারফেয়ার কলেজ (Jungle Warfare College) প্রতিষ্ঠা করা হয়। এমনকী উন্নতমানের প্রশিক্ষণের জন্য উত্তর-পূর্বেও (northeast) পাঠানো হয়েছিল। তারপরই ওই বাহিনী লড়াই করার জন্য তৈরি হয় এবং শুরু হয় নকশালবাদের বিরুদ্ধে যুদ্ধ। সুরগুজাকে (Surguja) তাদের হাত থেকে মুক্ত (free of naxalism) করা হয়। শুধু বস্তারের (Bastar) কিছু জায়গায় রয়ে গেছিল। কিন্তু, এখনকার সরকারের ইচ্ছাশক্তির অভাবের কারণে যা ঘটছে না তা আগামী সময়ে বিজেপি এখানে সরকার গঠন করলে তার সমাধান হবে।" আরও পড়ুন: Rajasthan Elections 2023: রাজস্থানে গোবর হাসে! ভোটে জিতলে ঘুঁটে কেনার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী গেহলটের

দেখুন ভিডিয়ো: