অর্থনৈতিক মন্দা প্রসঙ্গে মোদি সরকারকে মোক্ষম খোঁচা পি চিদম্বরমের, আদালতের বাইরে কী বললেন তিনি? (দেখুন ভিডিও)
সিবিআই হেফাজতে থাকার জেরে পি চিদম্বরমের নাভিশ্বাস উঠেছে। তবু তার মধ্যেও দেশের মন্দা গতির অর্থনীতি নিয়ে মোদি সরকারকে খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সাংবাদিকদের উদ্দেশে হাত তুলে পাঁচ আঙুল দেখিয়ে পা শতাংশ জিডিপি বেশ ভালোই বোঝালেন। একেবারে ঠাট্টার সুরে কেন্দ্র বিজেপি সরকারকে তিরস্কার করলেন তিনি। মুখে শুধু বললেন, ‘৫ শতাংশ জিডিপি ৫ শতাংশ (GDP 5%)।’
দিল্লি, ৩ সেপ্টেম্বর: মঙ্গলবারই প্রবীণ কংগ্রেস নেতার সিবিআই হেফাজতের মেয়াদ বেড়েছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতেই থাকতে হচ্ছে। গত ২২ আগস্ট আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমকে (P Chidambaram) গ্রেপ্তার করে সিবিআই (CBI)। তাঁর বাড়িতে রীতিমতো চোর পুলিশ খেলার ছকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এমনিতেই সিবিআই হেফাজতে থাকার জেরে পি চিদম্বরমের নাভিশ্বাস উঠেছে। তবু তার মধ্যেও দেশের মন্দা গতির অর্থনীতি নিয়ে মোদি সরকারকে খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সাংবাদিকদের উদ্দেশে হাত তুলে পাঁচ আঙুল দেখিয়ে পা শতাংশ জিডিপি বেশ ভালোই বোঝালেন। একেবারে ঠাট্টার সুরে কেন্দ্র বিজেপি সরকারকে তিরস্কার করলেন তিনি। মুখে শুধু বললেন, ‘৫ শতাংশ জিডিপি ৫ শতাংশ (GDP 5%)।’
মঙ্গলবার ৭৩ বছরের চিদম্বরমকে বিশেষ আদালতে অজয় কুমার কুহারের এজলাশে পেশ করা হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং চিদম্বরমের আইনজীবী বিচারককে জানান যে শীর্ষ আদালত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এরপরেই এজলাস থেকে পি চিদম্বরমকে নিয়ে সিবিআই-এর দপ্তরের দিকে রওনা হয়ে যায় একটি গাড়ি। তবে তার মধ্যেই এক ফাঁকে দীর্ঘ সিবিআই হেফাজত নিয়ে প্রবীণ কংগ্রেস নেতাকে প্রশ্ন করতে ছাড়েননি আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তরেই হাতের পাঁচ আঙুল দেখিয়ে মোদি সরকারকে ঠুকে দিলেন পি চিদম্বরম। বিজেপির আমলে যে দেশের অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে তানিয়ে মশকরার সুয়োগ তিনি ছাড়লেন না। আরও পড়ুন-P Chidambaram on INX Media Case: আইএনএক্স মিডিয়া মামলা থেকে এখনই অব্যাহতি নয়, বৃহস্পতিবার পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকছেন পি চিদম্বরম, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
গত সপ্তাহে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের দেওয়া তথ্য থেকে দেখা গিয়েছে দেশের জিডিপি এই আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে ৫ শতাংশে নেমে এসেছে। গত আর্থিক বর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপির হার ছিল ৫.৮ শতাংশ। দেশের আটটি শিল্পক্ষেত্রের বৃদ্ধির হার গত জুলাইতে ২.১ শতাংশে নেমে এসেছে। কেউ কাউকে ধার দিতে রাজি হচ্ছে না। মারুতি সুযুকি ৩০০০ কর্মীকে ছাঁটাই করে দিচ্ছে। হিন্দুস্তান ইউনিলিভার সাবানের দাম কমিয়ে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে। পার্লে মারিতে কর্মী ছাঁটাই হয়েছে। মুখ থুবড়ে পড়েছে দেশের গাড়ি শিল্প।