নয়াদিল্লি: কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাগড়ের নয়াদিল্লির বাড়িতে এনসিপি নেতা শরদ পাওয়ার সঙ্গে নিয়ে বৈঠকের পর অনেকটাই বিনয়ী সুর শোনা গেল কংগ্রেস রাহুল গান্ধীর গলায়। জানালেন বিরোধীদের একত্রিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এটা সবে শুরু। সমস্ত দল এই চেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেস প্রধান মল্লিকার্জ্জুন খাড়গের দিল্লির বাড়িতে শরদ পাওয়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন রাহুল গান্ধী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, "খাগড়েজি যা বলেছেন আমরাও সেই একই চিন্তা করি। তবে শুধুমাত্র চিন্তা করে কোনও কাজ হবে না। একটা প্রক্রিয়া শুরু করা প্রয়োজন, এটা সবে শুরু হয়েছে। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলে এই প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করার চেষ্টা হবে।"
#WATCH | Congress leader Rahul Gandhi says, "What Kharge ji and Pawar ji said, that a process has begun to unite the Opposition. This is the beginning. All parties are committed to this process." pic.twitter.com/NaEuWHq6m4
— ANI (@ANI) April 13, 2023
মল্লিকার্জ্জুন খাড়গে ও শরদ পাওয়ারের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, খাড়গেজি ও পাওয়ারজি যা বললেন সেই অনুযায়ী বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এটা সবে শুরু। সমস্ত দল এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে।
#WATCH | NCP chief Sharad Pawar addresses the media after meeting Congress chief Mallikarjun Kharge at his residence in Delhi.
"Our thinking is exactly what Kharge ji told you. But mere thinking will not help. A process needs to be started...This is just the beginning. After… pic.twitter.com/GZ4dz3cJuF
— ANI (@ANI) April 13, 2023