নয়াদিল্লি: বৃহস্পতিবার বিজেপিতে (BJP) যোগ দিলেন কংগ্রেসর বর্ষীয়ান নেতা (Veteran Congress leader) ও UPA সরকারের প্রাক্তন মন্ত্রী (Former Central Minister) এ কে অ্যান্টনির (A K Antony) ছেলে অনিল অ্যান্টনি (Anil Antony)। ২০০২ সালের গুজরাট দাঙ্গা (2002 Gujarat riots) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) নিয়ে বিবিসির তথ্যচিত্র (BBC's documentary) বিতর্কের সময় কংগ্রেস ত্যাগ করেছিলেন কেরলের এই নেতা।
বৃহস্পতিবার কেরলের বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন (BBC's documentary) ও কেন্দ্রীয় বিজেপি নেতা পীযূষ গোয়েল ও ভি মুরলিধরনের (BJP leaders Piyush Goyal and V Murlidharan) উপস্থিতিতে বিজেপি যোগ দিলেন অনিল।
পরে এপ্রসঙ্গে সাংবাদিকদের বলেন, "প্রতিটি কংগ্রেস কর্মী বিশ্বাস করেন যে তাঁরা একটি পরিবারের জন্য কাজ করছেন। কিন্তু, আমি কংগ্রেসের জন্য কাজ করায় বিশ্বাসী ছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সারা বিশ্বের সামনে ভারতকে সামনের সারিতে নিয়ে আসার জন্য একটি পরিষ্কার পরিকল্পনা রয়েছে। আর তাই আমি তাঁর এই উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চাই।"
#WATCH | Congress leader & former Defence minister AK Antony's son, Anil Antony joins BJP in Delhi pic.twitter.com/qJYBe40xuY
— ANI (@ANI) April 6, 2023
Veteran Congress leader A K Antony's son Anil Antony joins BJP
— Press Trust of India (@PTI_News) April 6, 2023