টঙ্ক: রাজস্থানের (Rajasthan) টঙ্কে (Tonk) জনসভা করতে গিয়ে বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী (Congress General Secretary Priyanka Gandhi)। বিজেপির নীতিগুলো (policies) গরিব (poor) বা মধ্যবিত্ত (middle class) মানুষের নয় ধনীদের (rich) উন্নতির জন্য বলেও অভিযোগ করেন তিনি।
এপ্রসঙ্গে বলেন, "বিজেপির নীতিগুলো শুধুমাত্র ধনীদের প্রচার ও তাঁদের জীবনের উন্নতির জন্য। ওদের দেশের মধ্যবিত্ত ও গরিবদের জন্য কিছুই করার কোনওদিন ইচ্ছা নেই। নরেন্দ্র মোদি নিজেকে মাটি থেকে উঠে আসা সন্তান বলে দাবি করলেও নিজের কনভয়ের পিছনে কোটি কোটি টাকা খরচ করেছেন।"
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে প্রিয়াঙ্কা আরও বলেন, "মোদি বিদেশ যান আর সেখানে গিয়ে তাঁর শিল্পপতি বন্ধুদের জন্য ব্যবসায়িক চুক্তিতে সই করেন। বিজেপির নীতিগুলি শুধুমাত্র ধনীদের প্রচারের জন্য। ভারতের গরিব ও মধ্যবিত্ত মানুষদের জন্য ওদের কোনও ভ্রুক্ষেপ নেই। অন্যদিকে রাজস্থানের গেহলট সরকারের একমাত্র লক্ষ্য হল সাধারণ মানুষের উন্নয়ন করে তাঁদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।"
রবিবার দিল্লিতে বৃষ্টি হয়েছে। এর সঙ্গে জি ২০ বৈঠকের কথা টেনে তিনি বলেন, "আজ দিল্লিতে বৃষ্টি হয়েছে। মনে হয়, দেশবাসী যা বলতে পারেনি তা দেবতারা বলেছেন। তাঁরা বার্তা দিয়েছেন, এত উদ্ধত হওয়া ঠিক নয়। দেশের মানুষকে নিজের থেকে এগিয়ে রাখো।"
মোদিকে আক্রমণ করে তিনি আরও বলেন, "পেট্রল ও ডিজেলে কর বসিয়ে ৩২ লক্ষ কোটি টাকা খরচ করেছে মোদি সরকার। যদি এভাবে লোক জড়ো করতে ওরা টাকা খরচ করে তাহলে মানুষের জন্য টাকা বাঁচে কীভাবে।"
#Congress General Secretary #PriyankaGandhi said that #BJP’s policies are only aimed at promoting the rich and they have nothing to do with the poor or the middle class people of the country.
Read: https://t.co/8gAQgBIbPi pic.twitter.com/iWd27qu06T
— IANS (@ians_india) September 10, 2023