বেঙ্গালুরু: কর্নাটকে (Karnataka) নির্বাচনী প্রচারের সময় বজরঙ্গ দলকে (Bajrang Dal) নিষিদ্ধ (Ban) ঘোষণা করা কথা বলেছিল কংগ্রেস (Congress)। তারপরই এই বিষয়ে বজরঙ্গবলীকে (Bajrang Bali) হাতিয়ার করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন বিজেপির (BJP) প্রধান মুখ ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির সমস্ত নেতা-নেত্রীরা। শনিবার কর্নাটক বিধানসভা ভোটের গণনা শুরু হওয়ার পর যখন কংগ্রেসের জয় বিষয়টি স্পষ্ট হয়ে যায় তখন এই নিয়ে কটাক্ষ করতে শুরু করেন কংগ্রেস ও বিজেপি বিরোধী নেতা-নেত্রীরা।
এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে কটাক্ষ করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও (Chhattisgarh CM Bhupesh Baghel)। ছত্তিশগড়ে একটি মন্দিরে পুজো দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপি বজরঙ্গ দলকেই (Bajrang Dal) বজরঙ্গবলী বানিয়ে দিয়েছিল। কিন্তু, বজরঙ্গবলী তো বজরঙ্গবলীই রয়েছেন। বজরঙ্গবলী সবসময় সত্য (truth), ভালোবাসা (love) ও সৌভ্রাতৃত্বকে (brotherhood) সমর্থন করেন। আজ ভ্রষ্টাচারীদের (Bhrastachariyo) মাথায় গদা (gada) পড়েছে। এই হার প্রধানমন্ত্রী মোদির হার (PM Modi's defeat)।" আরও পড়ুন: Karnataka Election Results 2023: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থেকে রাজ্যের মন্ত্রীরা, কর্ণাটকে পরাস্ত হলেন বিজেপির যে সব হেভিওয়েটরা
দেখুন ভিডিয়ো:
#WATCH | BJP made Bajrang Dal Bajrang Bali but Bajrang Bali is Bajrang Bali. Bajrang Bali always supports truth, love, and brotherhood. 'Aaj Bhrastachariyo ke ser pe gada pada hai'. This defeat is PM Modi's defeat: Chhattisgarh CM Bhupesh Baghel #KarnatakaResults pic.twitter.com/6wJocCzyN7
— ANI (@ANI) May 13, 2023