নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়াল সরকারের লিকার পলিসি সংক্রান্ত মামলায় দীর্ঘ জেরার পর দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াকে (Delhi Deputy CM Manish Sisodia) CBI গ্রেফতার করল রবিবার।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ জেরার করার পর দিল্লির উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার (arrest) করল সিবিআই।
Delhi | CBI arrests Delhi Deputy CM Manish Sisodia in connection with liquor policy case. pic.twitter.com/gFjHPV33ZG
— ANI (@ANI) February 26, 2023
এই ঘটনার পরেই সিবিআইয়ের হেড কোয়ার্টারের বাইরে যাতে শান্তির পরিবেশ বজায় থাকে তার জন্য প্রচুর পরিমাণে RAF মোতায়েন করা হয়েছে।
Delhi | Rapid Action Force (RAF) deployed outside the CBI headquarters after Deputy CM Manish Sisodia was arrested in connection with liquor policy case. pic.twitter.com/BT7D17aySX
— ANI (@ANI) February 26, 2023
তাঁর সরকারের ডেপুটিকে এভাবে গ্রেফতার করার ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal )। বলেন, "মনীশ নির্দোষ। নোংরা রাজনীতির (dirty politics) কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মণীশকে গ্রেফতার করার জন্য প্রচুর মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবাই দেখছে ,,,, আমাদের লড়াই আরও শক্তিশালী হবে।"
Manish is innocent. His arrest is dirty politics. There is a lot of anger among the people due to the arrest of Manish. Everyone is watching...our struggle will get stronger: Delhi CM Arvind Kejriwal on Dy CM Manish Sisodia's arrest pic.twitter.com/LpbByJHZ1P
— ANI (@ANI) February 26, 2023