বড়দিনের মাঝরাতে শহরে এলেন অমিত শাহ। আজ তিনি বৈঠক করবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। বাংলায় এসে সাংগঠনিক ধার এবং ভার যাচাই করে নিতেই কী এই ঝটিকা সফর? তা  নিয়ে বঙ্গ রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।তাঁর সঙ্গেই বিশেষ বিমানে কলকাতায় আসেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও। ভোটকে সামনে রেখে সমরনীতি সাজাতেই কি দুজনের একসঙ্গে আগমন তা জানেন না অনেক বিজেপি নেতাই। সকাল থেকেই কলকাতায় একের পর এক কর্মসূচি রয়েছে শাহ ও নাড্ডার। সকালে বড়বাজারের একটি গুরুদ্বারে যাবেন তাঁরা।রপর যাবেন কালীঘাট মন্দিরে। সেখান থেকে হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। বিকালে ন্যাশানাল লাইব্রেরির একটি অনুষ্ঠানের পর দিল্লি ফিরে যাবেন দুজনেই।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)