গুয়াহাটি: ভারত ন্যায় যাত্রা (Bharat Nyay Yatra) নিয়ে ভালোই বিতর্ক তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে। বুধবারই মণিপুরের সরকার সেখানে যাত্রা করার অনুমতি দেয়নি বলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর মাঝেই অসমের (Assam) রাজধানী গুয়াহাটিতে (Guwahati) আয়োজিত দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে শতাব্দী প্রাচীন দল কংগ্রেসকে (Congress) কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda)। আরও পড়ুন: Video: বাবার শেষকৃত্যে জ্বলন্ত চিতায় মদ ঢেলে, পান, বিড়ি সাজিয়ে দিলেন ছেলে, দেখুন ভিডিয়ো
এপ্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "ওবিসিকে (OBC) সাংবিধানিক মর্যাদা (constitutional status) দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। কিন্তু, কংগ্রেস শুধু ভোট চায়। নেহেরু (Nehru) আম্বেদকরকে (Ambedkar) সংসদে (Parliament) প্রবেশ করতে বাধা দিয়েছিলেন। ওবিসিদের সঙ্গে এত অবিচার করার পরে ওরা এখন 'ন্যায় যাত্রা' করছে। ৩৫৬ ধারা (Article 356) ব্যবহার করে কংগ্রেস ৯০ বার নির্বাচিত সরকারকে বরখাস্ত করেছে। এই লোকেরা 'ন্যায় যাত্রা' করছে? যদি কেউ আগামীকাল হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) সরকারকে ফেলে দেয়? রাহুল গান্ধী (Rahul Gandhi) যখন তাঁর যাত্রার সময় এখানে আসবেন তখন আপনাদের তাঁকে ৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা (anti-sikh riots) সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত।" আরও পড়ুন: Rajasthan Shocker: দুধ আনতে গিয়ে রাজস্থানে ধর্ষিতা আট বছরের নাবালিকা
দেখুন ভিডিয়ো:
#WATCH | BJP National President JP Nadda targets Congress on 'Bharat Nyay Yatra' during a party event in Assam's Guwahati
"...PM Modi gave constitutional status to OBC. But they (Congress) only want votes. Nehru had stopped Ambedkar from entering the Parliament. After committing… pic.twitter.com/bnYyU1kcYJ
— ANI (@ANI) January 10, 2024