বিতর্কিত নেতা কপিল মিশ্র (Kapil Mishra)-কে টিকিট দিতে গিয়ে পাঁচবারের বিধায়ক মোহন সিং বিস্তের কেন্দ্র বদল করতে বাধ্য হল বিজেপি। বিক্ষোভ সামাল দিতে গিয়ে রবিবার দিল্লি বিধানসভা নির্বাচনে তৃীয় দফায় মাত্র একটি আসনে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির। আর সেটি হল মুস্তাফাবাদ। এখানে বিজেপি প্রার্থী করল কারওয়াল নগরের দীর্ঘদিনের বিধায়ক মোহন সিং বিস্ত-কে। কপিল মিশ্রকে তার জেতা পাঁচবারের আসন থেকে প্রার্থী ঘোষণার পর বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন মোহন বিস্ত। আর সেই বিক্ষোভ সামাল দিতে ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি তাঁকে অন্য এক আসনে প্রার্থী করল গেরুয়া শিবির।
২০১৫ দিল্লি বিধানসভায় আপের টিকিটে দাঁড়িয়ে বিজেপির মোহন বিস্তকে হারিয়েছিলেন কপিল মিশ্র। সেটাই ছিল ১৯৯৮ থেকে একটানা এই আসনে জেতা মোহন বিস্তের সেটাই ছিল একমাত্র পরাজয়। এরপর কেজরিওয়ালের সঙ্গে বিবাদে আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন কপিল। আরও পড়ুন-কেজরিকে হারাতে দিল্লিতে স্মৃতি ইরানিকে ভোটের ময়দানে নামাচ্ছে বিজেপি!
কপিলকে জায়গা দিয়ে মোহনকে সরানো হল
গতবার দিল্লিতে বিজেপি মাত্র ৮টি আসন পেলেও কারওয়াল নগরে বিজেপি প্রার্থী হয়ে জেতেন মোহন বিস্ত। কিন্তু এবার কপিলকে জায়গা দিতে গিয়ে মোহনকে সরানো হল। মোহনকে এমন আসনে দাঁড় করানো হল যেখান থেকে বিজেপি ২০১৫ বিধানসভায় জিতেছিল (সেবার সারা রাজ্যে মাত্র ৩টি আসনে জেতে পদ্মশিবির)। তবে গতবার মুস্তাফাবাদ থেকে জিতেছিলেন আপ প্রার্থী। এবার বিজেপির মোহন বিস্তের সঙ্গে লড়াই আপের আদিল আহমেদ খানের।
এক আসনে প্রার্থী ঘোষণা বিজেপির
Delhi Elections: BJP names Mohan Bisht from Mustafabad constituency in third list
Read @ANI Story | https://t.co/capoRaALzo#DelhiElections #MohanSinghBisht #Mustafabad #BharatiyaJanataParty pic.twitter.com/Fz8cPVpOL8
— ANI Digital (@ani_digital) January 12, 2025
৫৮টি আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেল বিজেপির
সব মিলিয়ে বিজেপি ৫৮টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল। বাকি থাকল আর ১২টি আসন। এখনও পর্যন্ত দিল্লিতে সাংসদ মনোজ তিওয়ারি বা কোনও হেভিওয়েট নেতাদের দাঁড় করায়নি বিজেপি। আগামী ৫ ফেব্রুয়ারি ৭০ আসনে দিল্লি বিধানসভায় নির্বাচন হতে চলেছে। কেজরিওয়ালের বিরুদ্ধে নতুন দিল্লি আসনে প্রাক্তন সাংসদ পারভেশ ভর্মা, ও কালকাজিতে মুখ্যমন্ত্রী অতিশি মার্লেনার বিরুদ্ধে প্রাক্তন সাংসদ রমেশ বিধুরীকে দাঁড় করিয়েছে বিজেপি।