নয়াদিল্লি: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে (Cambridge University) বক্তব্য রাখতে গিয়ে ভারতের (India) বিজেপি সরকারের (BJP Government) সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress leader Rahul Gandhi)। শুক্রবার বিকেলে তার জবাবে ওয়ানাডের কংগ্রেস সাংসদকে তীব্র আক্রমণ (Attacks) করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ (BJP Leader Ravi Shankar Prasad)।
শুক্রবার সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, "এটা হলই রাহুল গান্ধী। যখনই তিনি বিদেশে (abroad) যান তখনই ভারতকে অপমান (insult) করেন। বিষয়টি তাঁর স্বভাবে পরিণত হয়েছে। প্রতিবার তিনি বিদেশে গিয়ে ভারতকে অপমান করেন আর চিনকে (China) ভালো চিন্তার প্রতীক (symbol of goodwill) বলে উল্লেখ করেন। দেশের (Country) উচিত তাঁর আসল মুখটি (true face) চিনে রাখা। আমরা তাঁর শিশুসুলভ বিবৃতির (childish statment) নিন্দা করি (condemn)।" আরও পড়ুন: World Bank: ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়নে ৮ হাজার ২০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক
কেমব্রিজে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার পেগাসাস ইস্যু নিয়ে সরব হন রাহুল গান্ধী। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় গণতন্ত্র প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল বলেন, 'আমার ফোনেও পেগাসাস ছিল।' তিনি আরও অভিযোগ করেন এটার কারণে ভারতীয় গণতন্ত্রের মৌলিক কাঠামোর ওপর আক্রমণ করা হয়েছে। তিনি দাবি করেন, এক গোয়েন্দা আধিকারিক তাঁকে এই বিষয়ে সতর্ক করেন। সেই আধিকারিক বলেছিলেন যে ফোনে রাহুলের সব কথা রেকর্ড করা হচ্ছে।
দেখুন ভিডিয়ো:
#WATCH |This is Rahul Gandhi-whenever he goes abroad,he insults India...He does this whenever he goes abroad&calls China the symbol of goodwill. Country should see his true face...We condemn his childish statment..:BJP's RS Prasad on Rahul Gandhi's address at Cambridge University pic.twitter.com/aMEtS3nJJR
— ANI (@ANI) March 3, 2023