Photo Credits: ANI

খাণ্ডয়া: ইজরায়েল (Israel) ও হামাসের  (Hamas) মধ্যে যুদ্ধে ইজরায়েলকে সমর্থন করেছে বিজেপির (BJP) নেতৃত্বধীন এনডিএ (NDA)। অন্যদিকে কংগ্রেস (congress)-সহ অনেক বিরোধ দল সমর্থন যোগাচ্ছে হামাস বা পালেস্তাইনকে। বুধবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খাণ্ডায়াতে (Khandwa) জনসভা করতে গিয়ে এই প্রসঙ্গ উত্থাপন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam CM Himanta Biswa Sarma)।

এপ্রসঙ্গে তিনি, "ইসরাইল ও প্যালেস্তাইন যুদ্ধে (war) লিপ্ত। প্যালেস্তাইন নিয়ে আমাদের কোনও সমস্যা (problem)নেই, কিন্তু সন্ত্রাসী সংগঠন (terrorist organisation) হামাস শিশুদের গুলি করেছে এবং ইজরায়েলের ৫ শতাধিক মানুষকে পণবন্ধি ( hostage) করেছে। এর নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মোদি। অন্যদিকে কী বললেন রাহুল গান্ধী (Rahul Gandhi )? তিনি হামাসের বিরুদ্ধে একটি শব্দও বলেননি। তিনি কিছু বলেননি কারণ তিনি জানতেন যে তিনি যদি ইজরায়েলে হামাসের বিরুদ্ধে কিছু বলেন তবে ভারতের হামাস তাঁকে রেহাই দেবে না। ভারতীয় হামাসের ভয়ে রাহুল গান্ধী হামাস সম্পর্কে কিছু বলেননি।" আরও পড়ুন: PM Modi met LK Advani: এল কে আডবানির বাড়িতে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি, দেখুন ভিডিয়ো

দেখুন  ভিডিযো: