Amit Shah: ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রাথী নরেন্দ্র মোদি
Amit Shah (Photo Credit: ANI)

পাটনা, ১ অগাস্ট: আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি জেডিইউ এক সঙ্গেই লড়বে। আর এনডিএ-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার পাটনায় অনুষ্ঠিত বিজেপি দু’দিনের যৌথ জাতীয় কার্যনির্বাহী সভার সমাপ্তি অধিবেশনে এ কথাই বললেন অমিত শাহ। ২০২৪-এর লোকসভা নির্বাচনে সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বিজেপির এবারের  প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন?  প্রায় সকলেরই ধারণা হয়ে গেছে যে, এবার বোধহয় প্রধানমন্ত্রিত্ব থেকে ্বলর নেবেন নরেন্দ্র মোদি। তাঁর জায়গায় নতুন মুখ দেখা যাবে। আরও পড়ুন-Commercial LPG Cylinder Price Cut: সিলিন্ডার প্রতি ৩৬ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই রহস্য ভেদ করে জানিয়ে দিলেন ২৯২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদিই। এই প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ একসঙ্গে লড়বে। ২০২৫-এর বিধানসভা নির্বাচনেও বিজেপি জেডিইউ জোট সক্রিয় থাকবে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে এনডিএ নরেন্দ্র মোদির নেতৃত্বেই লড়বে। ফের তিনিই হবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এনিয়ে কোনও ধোঁয়াশা নেই।

এই বৈঠক চলাকালীন কাশ্মীরি মহিলার হাতে তৈরি তেরঙ্গা পতাকা দেওয়া হয় সব সদস্যকে। এর মাধ্যমেই বোঝানো হলে ধারা ৩৭০ রদের পর কাশ্মীরের মনোভাব অনেকটাই ইতিবাচক হয়েছে। অমিত শাহ বলেছেন, “স্বাধীনতা দিবসে দেশের প্রতিটি কোণে উড়বে জাতীয় পতাকা। স্বাধীনতার পর মোদি সরকারের আমলেই গ্রাম থেক গলিত ও উপজাতিরা সবথেকে বেশি মন্ত্রিত্ব পেয়েছে। দেশভক্তি দেখানোর সময় এসেছে এবার ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত দেশের প্রতিটি কোণে জাতীয় পতাকার উত্তোলন হবে। বিষয়টি সুনিশ্চিত করবেন বিজেপির কর্মী সমর্থকরা।”