Photo Credits: ANI & FB

হায়দরাবাদ: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করতে গিয়ে একটি প্রশ্নের উত্তরে ভারতে (India) বৈষম্য বা ভেদাভেদ নেই (non-discrimination) বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian PM Narendra Modi)। শনিবার এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন মিম প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM chief Asaduddin Owaisi)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "গত ৯ বছরে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী কোনও প্রশ্ন গ্রহণ করলেন (Took questions)। যার উত্তরে তিনি বলেছেন. ভারতে কোনও বৈষম্য (discrimination) নেই। তাঁর এই উত্তর অত্যন্ত হাস্যকর। মণিপুরে (Manipur) ৩০০টি গির্জা (churches) পুড়িয়ে (burnt) দেওয়া হয়েছে, এটা কি বৈষম্য নয়? সিএএ আইনটি (CAA Act) তো বৈষম্যের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। বিজেপির (BJP) ৩০০ জন মন্ত্রী (ministers) রয়েছে যার মধ্যে একজনও মুসলিম (Muslim) নেই। এগুলো তো বৈষম্যেরই উদাহরণ (examples)। প্রধানমন্ত্রী বিদেশে সাংবাদিক বৈঠক (press conferences) করলেও ভারতে কেন পিছু হটছেন (retreats)?" আরও পড়ুন: Uttar Pradesh: ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটতে উদ্যত স্ত্রী, চোখ খুলতেই কেলেঙ্কারি

দেখুন ভিডিয়ো: