Photo Credits: ANI

রায়পুর: ছত্তিশগড়কে (Chhattisgarh) লুট করেছে (looted) বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress)। রবিবার ছত্তিশগড়ে জনসভা করতে গিয়ে এই অভিযোগই করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ( AAP Convener and Delhi CM Arvind Kejriwal)। আপ দিল্লির ক্ষমতায় আসার আগে দেশের রাজধানীরও একই হাল ছিল বলে দাবি করেন তিনি।

কংগ্রেস ও বিজেপিকে তীব্র আক্রমণ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "বর্তমানে ছত্তিশগড় দুর্নীতির (corruption) জন্য পরিচিত। বিজেপি ও কংগ্রেস দুটো দলই এই রাজ্যকে লুট করেছে। আপ ক্ষমতায় (power) আসার আগে দিল্লির (Delhi) অবস্থাও একই রকম ছিল। কিন্তু, একবার আপ দিল্লির ক্ষমতা আসার পর দিল্লি এখন স্কুল (schools) এবং মহল্লা ক্লিনিকের (mohalla clinics) জন্য মানুষের কাছে পরিচিত। দিল্লি এখন এর উন্নয়নের (development) জন্য মানুষের কাছে আলোচনার বিষয়।" আরও পড়ুন: Sharad Pawar: ভাইপো অজিতের পদ্মযোগকে গুগলি নয় ডাকাতি বললেন, এনসিপি প্রধান শরদ পাওয়ার