রাতের অন্ধকারে বিভিন্ন এলাকায় যানবাহনে ভাঙচুর চালাচ্ছে একদল দুষ্কৃতী। সম্প্রতি মহারাষ্ট্রের পুনের (Pune) বিভিন্ন প্রান্ত থেকে এরকমই অভিযোগ উঠে আসছিল। গত বুধবার রাতে ধানকাওয়াড়িতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তবে এক্ষেত্রে স্থানীয় তিন বাসিন্দা তাঁদের বাধা দিতে গেলে আক্রান্ত হতে হয়। তাঁরা বর্তমানে ভর্তি রয়েছে হাসপাতালে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে বৃহস্পতিবার ৫ যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে উদ্ধার হগয় বাইক। ধৃতদের জেরা করে বাকিদের খোঁজে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা

জানা যাচ্ছে, গতকাল রাত দেড়টা নাগাদ সরস্বতী চক, কেশব কমপ্লেক্স ও নভনাথ নগরে ৪-৫টি বাইকে করে এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর হামলা করছিল। ক্ষতিগ্রস্থ হয় ১৫টি অটো, ৩টি প্রাইভেট গাড়ি ও ২টি বাস। এইসব কর্মকাণ্ড দেখে তিনজন স্থানীয় বাসিন্দা তাঁদের বাধা দিতে যায়। তখন দুষ্কৃতীরা উল্টে তাঁদের ওপর চড়াও হয়। রড দিয়ে তাঁদের মারধর করে পালিয়ে যায়। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত।

এলাকায় সিসিটিভি ফুটেজ ও বাইকের নম্বর প্লেট খতিয়ে দেখে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি অভিযান। যদিও দুষ্কৃতীরা কেন হামলা চালাল, কী তাঁদের পরিকল্পনা ছিল, এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।